এয়ার ইন্ডিয়ার বৃহস্পতিবারের বিমান দুর্ঘটনা বোয়িং-এর ৭৮৭ ড্রিমলাইনারের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার টাটা গোষ্ঠীর উড়ান পরিষেবা সংস্থাটির হাতে থাকা সমস্ত ড্রিমলাইনার ৭৮৭-৮ এবং ৭৮৭-৯ বিমানের নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দিল দেশের বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিজিসিএ। এই সব বিমানের যেগুলিতে জিই এয়ারোস্পেসের জেন-এক্স এঞ্জিন রয়েছে, প্রতিটি উড়ানের আগে সেগুলির বিভিন্ন যন্ত্রপাতি এবং ব্যবস্থা আরও ভাল ভাবে পরীক্ষা করে দেখতে বলেছে তারা। বর্তমানে এয়ার ইন্ডিয়ার ২৬টি বোয়িং ৭৮৭-৮ এবং সাতটি ৭৮৭-৯ বিমান রয়েছে।
এ দিকে সূত্রের খবর, এই দুর্ঘটনার প্রেক্ষিতে আগামী দিনে ৭৮৭-৮ বিমানের উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। ইতিমধ্যেই ভারত ও আমেরিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দুর্ঘটনার তদন্তের ফল কোন দিকে গড়ায়, তা দেখে সেই পদক্ষেপ করতে পারে সরকার। পাশাপাশি, বিমানের সুরক্ষা এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কী কী ব্যবস্থা এয়ার ইন্ডিয়া নেয়, সেই বিষয়টিও যাচাই করে দেখা হতে পারে।
বৃহস্পতিবার আমদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ উড়ানটি আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে ২৪১ জন যাত্রী-সহ প্রায় ২৫০ জনের। অথচ ১৪ বছর আগে প্রথমবার আকাশে ওড়া আমেরিকার সংস্থা বোয়িং-এর তৈরি এই বিমান সুরক্ষার সুরক্ষার দিক থেকে সেরা বলা হয়। সংশ্লিষ্ট মহলের দাবি, বৃহস্পতিবারের আগে কখনও এই বিমান এত বড় দুর্ঘটনার কবলে পড়েনি। চওড়া এই বিমানের নকশা, কম তেল খরচ, সুরক্ষিত কাঁচামালের ব্যবহারের কারণে মূলত দূরপাল্লায় উড়ানে এর ব্যবহার হয় বেশি। গত ১৪ বছরে ২৫০০টিরও বেশি ৭৮৭-৮ বিমান বিক্রি করেছে বোয়িং। যার মধ্যে ৪৭টি কিনেছে এয়ার ইন্ডিয়া।
শুক্রবা ডিজিসিএ ১৫ জুন থেকে বোয়িং-এর বিভিন্ন বিমান পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে। তার মধ্যে বিমান জ্বালানির মাত্রায় নজরদারি, বৈদ্যুতিন এঞ্জিন কন্ট্রোল ব্যবস্থা-সহ নানা ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে বিমান ওড়ার সময়ে সব কিছু ঠিক থাকে কি না, সে দিকেও নজর রাখতে বলেছে নিয়ন্ত্রক। অতিরিক্ত পরীক্ষা করতে বলা হয়েছে জেন-এক্স এঞ্জিনের বিমানের। এই সব রিপোর্টই ডিজিসিএ-র কাছে নিয়মিত কাছে জমা দিতে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)