আমেরিকার বসানো মোট ৫০% শুল্কের সমস্যা মেটাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলছে মোদী সরকার। বুধবার সৌহার্দ্যের বার্তাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের মুখে। এই অবস্থায় শুল্কের জেরে ভারতের আর্থিক বৃদ্ধির হার চলতি অর্থবর্ষে (২০২৫-২৬) ০.২-০.৩ শতাংশ বিন্দু ধাক্কা খেতে পারে বলে জানালেন খোদ কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। তবে জিএসটি কমানোর কারণে দেশের অভ্যন্তরে চাহিদা বৃদ্ধির হার ধরে সেই ধাক্কা কিছুটা এড়ানো যাবে বলেও দাবি তাঁর।
মূল্যায়ন সংস্থা ফিচ রেটিংস অবশ্য এই দোলাচলের মধ্যেও দেশের অর্থনীতি নিয়ে আশা প্রকাশ করে চলতি বছরে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে। বুধবার তারা জানিয়েছে, জিএসটি কমানোর হাত ধরে দেশের ভিতরে চাহিদা বৃদ্ধি পাওয়ায় ২০২৫-২৬ সালে ওই হার দাঁড়াতে পারে ৬.৯%। এর আগে তা ৬.৫% হবে বলেছিল তারা। আর কেন্দ্রের মতে, ওই হার হতে পারে ৬.৩%-৬.৮%।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)