Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মে মাসে নামল শিল্প বৃদ্ধির হার

ফের হতাশ করল শিল্পোৎপাদন বৃদ্ধির হার। শুক্রবার কেন্দ্র প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, মে মাসে তা দাঁড়াল ২.৭%। গত বছর একই সময়ে ওই হার ছিল ৫.৬%। আর চলতি বছরের এপ্রিলে ৩.৩৬% (সংশোধিত)। মূলত উৎপাদন শিল্পের খারাপ ফলের জেরেই মে মাসে শিল্প বৃদ্ধির হার কমেছে বলে জানিয়েছে পরিসংখ্যান।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জুলাই ২০১৫ ০২:৫১
Share: Save:

ফের হতাশ করল শিল্পোৎপাদন বৃদ্ধির হার। শুক্রবার কেন্দ্র প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, মে মাসে তা দাঁড়াল ২.৭%। গত বছর একই সময়ে ওই হার ছিল ৫.৬%। আর চলতি বছরের এপ্রিলে ৩.৩৬% (সংশোধিত)। মূলত উৎপাদন শিল্পের খারাপ ফলের জেরেই মে মাসে শিল্প বৃদ্ধির হার কমেছে বলে জানিয়েছে পরিসংখ্যান। ফলে এ দিন রিজার্ভ ব্যাঙ্কের কাছে ফের সুদ কমানোর জোরালো দাবি তুলেছে শিল্পমহল।

প্রসঙ্গত, শিল্প ক্ষেত্রের ৭৫ শতাংশের বেশি জুড়ে থাকে উৎপাদন শিল্প। মে মাসে যা বেড়েছে মাত্র ২.২%। সরাসরি কমেছে ভোগ্যপণ্যের উৎপাদন (১.৬%)। মূলধনী পণ্যের উৎপাদনও সে ভাবে বাড়েনি। সামগ্রিক ভাবে যা চিন্তায় রেখেছে শিল্পকে। তবে সংস্কার পরিকল্পনা কার্যকর হলে শিল্প বৃদ্ধির হার বাড়বে বলেই আশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Industrial growth IIP growth Business
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE