সময়ের সঙ্গে সঙ্গে নিত্যনতুন প্রযুক্তি এবং উদ্ভাবনী ভাবনায় নতুন দিশা দেখানোর মঞ্চ হিসাবে বরাবর এগিয়ে থেকেছে এবিপি গোষ্ঠী আয়োজিত তথ্যপ্রযুক্তি সম্মেলন ‘ইনফোকম’। এ বছর যার আসর শুরু হচ্ছে আজ, বৃহস্পতিবার থেকেই। ২৪ বছরে পড়ল ইনফোকম। তিন দিন ধরে চলা আলাপ-আলোচনার মূল বিষয় আবর্তিত হবে প্রযুক্তির ভবিষ্যৎ এবং তার পথ নিয়ে। সেখানে খুঁটিনাটি ব্যাখ্যা-বিশ্লেষণের তালিকায় ঠাঁই পাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, ডিজ়িটাল পরিকাঠামোর দক্ষতা বৃদ্ধি থেকে শুরু করে উদ্ভাবনী ক্ষমতার জোরে প্রতিযোগিতায় পাল্লা দেওয়ার মতো নতুন সংস্থা তৈরির উদ্যোগ এবং ভবিষ্যতের কাজ। আর এই সব কিছুর সঙ্গে সাযুজ্য রেখেই এ বারের ইনফোকমের শীর্ষনাম ‘টেকনোলজি: ফিউচার ফরোয়ার্ড’।
প্রতি বারের মতো এ বারের সম্মেলনেও থাকবেন তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের সফল ব্যক্তিত্বরা। চ্যালেঞ্জ সামলে এগোনোর গল্প শোনাবেন অন্যান্য ক্ষেত্রের কৃতীরাও। নতুন উদ্যোগ, অর্থাৎ স্টার্ট আপ সংস্থাগুলির জন্য থাকছে আলাদা মঞ্চ ‘স্টার্ট আপ ফোরাম’। সেখানে এই ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিরা গোটা সম্মেলন ধরেই কখনও নিজস্ব উদ্যোগ গড়ে তোলার স্বপ্ন দেখাবেন, কখনও নতুন উদ্যোগপতিদের দেবেন সফল হওয়ার পাঠ। তিন দিন ধরে ইনফোকমে ৮০-টির বেশি সভা হবে। বক্তা হিসেবে থাকবেন রেডস ক্যাপিটলের চেয়ারম্যান স্টিফেন ইবেরকি, অ্যামাজ়ন ওয়েব সার্ভিসেসের সিআইও বিশ্বজিৎ মহাপাত্র, সেলফোর্সের (দক্ষিণ এশিয়া) সিইও অরুন্ধতী ভট্টাচার্য, অ্যাকসেঞ্চারের ভাস্কর ঘোষ, লেনভোর এশিয়ার কর্তা অমর বাবু প্রমুখ। সাইবার নিরাপত্তা, এআই, ডিজ়িটাল পরিকাঠামো, ডেটাসেন্টার, গ্রাহক-অভিজ্ঞতা ও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখবেন তাঁরা।
এ ছাড়াও, এ বছর থাকছে বিশেষ ‘মিডিয়া সামিট’। তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের যুগ্মসচিব সি সেন্থিল রাজন-সহ একাধিক ব্যক্তিত্ব এখানে ভবিষ্যতের দিশা তুলে ধরবেন। পূর্ব ভারত স্টার্ট আপে কতটা এগিয়ে বা কী করে উদ্যোগপতিদের আর্থিক সহায়তা পেতে হয়, কী করেই বা ছকতে হয় এর বিস্তারিত পরিকল্পনা— সেই সব কিছু নিয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট ক্ষেত্রের তাবড় ব্যক্তিত্বরা। অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা বলবেন ভারতীয় সংস্কৃতি ও সিনেমায় প্রযুক্তির ব্যবহার নিয়ে। সেন্থিলের আলোচনায় উঠে আসবে বিনোদন এবং সংবাদমাধ্যমে লগ্নির ভবিষ্যৎ নিয়ে। থাকছে প্রখ্যাত ফিউচারিস্ট কালম্ চেজ়ের বহু প্রতিক্ষিত ‘সার্ভাইভিং এআই’ সেশন। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মুখোমুখি দাঁড়িয়ে এবং তার সঙ্গে লড়াই করে টিকে থাকার কৌশল নিয়ে চর্চা।
দেশের প্রথম সারির প্রযুক্তিবিদদের দেওয়া হবে বিশেষ সম্মান। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার, প্রযুক্তিগত পরিকাঠামোর মতো ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ আকর্ষণীয় ও নক্ষত্রখচিত ‘২০২৫ সিআইও’ পুরস্কারও দেওয়া হবে বাছাই করা ব্যক্তিত্বদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)