উৎসবের মরসুমে গম এবং তা থেকে উৎপাদিত পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মজুতের ঊর্ধ্বসীমা কমাল কেন্দ্র। আজ সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পাইকারি ব্যবসায়ীরা সর্বোচ্চ ২০০০ টন গম মজুত রাখতে পারবেন। যা ৩০০০ টন ছিল। সব খুচরো বিক্রেতাদের ক্ষেত্রেতা ১০ টন থেকে কমিয়ে ৮ টন করা হয়েছে। গম থেকে আটা-ময়দা উৎপাদনকারী কারখানাগুলির ক্ষেত্রেও কমেছে মজুতের ঊর্ধ্বসীমা। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত তা কার্যকর থাকবে। কেন্দ্র বলেছে, গম মজুতকারী সব পক্ষকে খাদ্য দফতরের পোর্টালে নথিভুক্ত হতে হবে। প্রত্যেক শুক্রবার জানাতে হবে মজুতের হাল। পরিমাণ বাড়লে ১৫ দিনের মধ্যে সামলাতে হবে। নির্দেশ না মানলে অত্যাবশ্যক পণ্য আইনে পদক্ষেপ করা হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)