ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং লকার খোলার ক্ষেত্রে, সেখানে গচ্ছিত সম্পদের উত্তরাধিকারী অর্থাৎ নমিনি রাখা বাধ্যতামূলক। এ বার অ্যাকাউন্ট থাকা ব্যক্তির মৃত্যুর পরে সেখানে থাকা টাকা এবং লকারে জমা সম্পদ যাতে সেই নমিনি দ্রুত হাতে পান, তার জন্য পদক্ষেপ করতে চলেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। বুধবার আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্র জানান, এই লক্ষ্যে ওই সব টাকা বা সম্পদ নমিনির হাতে তুলে দেওয়ার জন্য সমস্ত ব্যাঙ্কে একই নিয়ম চালু করা হচ্ছে। এখন এক এক ব্যাঙ্কে এক এক নিয়ম। অভিন্ন নিয়ম আনার পাশাপাশি তা সরল করার বার্তাও দিয়েছে আরবিআই।
সরকারি ঋণপত্র বা ট্রেজ়ারি বিলে লগ্নির ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে এসআইপি-র ধাঁচে লগ্নির ব্যবস্থাও চালু করতে চলেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। গত ২০২১ সালের নভেম্বরে সরকারি ঋণপত্রে বিনিয়োগ করার জন্য খুচরো লগ্নিকারীরা যাতে রিটেল ডিরেক্ট প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট খুলতে পারেন, তার ব্যবস্থা করেছিল তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)