সারা ভারত জুড়ে দ্রুত বাড়ছে জ্বালানির চাহিদা। যা পূরণ করার জন্য এ বার ৪০ হাজার কোটি টাকা লগ্নি করে তেল পরিশোধন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)। লক্ষ্য, আগামী ২০২২ সালের মধ্যে ওই ক্ষমতাকে ১০ কোটি টনের উপরে নিয়ে যাওয়া।
দেশের বৃহত্তম তেল সংস্থা আইওসি-র ডিরেক্টর (পরিশোধনাগার) সঞ্জীব সিংহ জানান, ‘‘পরিস্থিতি যেখানে পৌঁছেছে, তাতে সারা দেশে জ্বালানির চাহিদা বছরে ৩.৫% থেকে ৪% হারে বাড়বে বলে আশা করছি। আর এই প্রয়োজন মেটানোর জন্যই আমাদের তেল পরিশোধন ক্ষমতা আরও বাড়ানো জরুরি হয়ে পড়েছে।’’ তাঁর দাবি, চাহিদা অনুযায়ী জোগান নিশ্চিত করার জন্য এখনই ওই বিনিয়োগ শুরু করে দিতে না-পারলে সংস্থা ব্যবসার পথে অন্যদের থেকে পিছিয়ে পড়বে।
ভারতে যে জ্বালানির চাহিদা আগামী দিনে বিপুল পরিমাণে বাড়তে চলেছে সেই পূর্বাভাস উঠে এসেছে একাধিক আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা বা রিপোর্টেও। যেমন, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির এক সমীক্ষা (ওয়ার্ল্ড এনার্জি আউটলুক) বলেছে, ২০৩০ সালের মধ্যে চাহিদা ৪% হারে বেড়ে ৩৪.৮০ কোটি টনে পৌঁছবে। গত ২০১৫-’১৬ আর্থিক বছরে যা দাঁড়িয়েছিল মাত্র ১৮.৪০ কোটি টনে। আবার আন্তর্জাতিক তেল ও গ্যাস সংস্থা বিপি-র এক রিপোর্টেও ইঙ্গিত, তা বেড়ে ছোঁবে ৩৩.৫০ কোটি টন।
গুজরাতের কোয়ালি, হরিয়ানার পানিপথ, উত্তরপ্রদেশের মথুরা, বিহারের বারাউনি, উত্তর-পূর্বের ডিগবয় ও বঙ্গাইগাঁও, সদ্য চালু হওয়া ওড়িশার পারাদীপ-সহ বিভিন্ন রাজ্যে আইওসির তেল পরিশোধনাগারগুলির মোট ক্ষমতা এখন বছরে ৮.০৭ কোটি টন। ৪০ হাজার কোটি ঢেলে সেই পরিশোধন ক্ষমতাই বাড়িয়ে ১০.৪৫ কোটি টনের কাছাকাছি নিয়ে যেতে বদ্ধপরিকর তারা।