উৎসবের মধ্যেই বাজারে প্রথমবার শেয়ার ছাড়তে (আইপিও) চলেছে এক ডজনেরও বেশি সংস্থা। আগামী দু’তিন সপ্তাহের মধ্যে ১০,০০০ কোটি টাকার বেশি তুলতে চলেছে তারা। সংস্থাগুলির মধ্যে আছে আইভ্যালু ইনফোসলিউশন্স, সাত্ত্বিক গ্রিন এনার্জি, অ্যাটলান্টা ইলেকট্রিক্যালস, জিকে এনার্জি, গণেশ কনজ়িউমার প্রডাক্টস, আনন্দ রাঠী শেয়ার অ্যান্ড স্টক ব্রোকার্স ইত্যাদি। সংশ্লিষ্ট মহলের মতে, আর্থিক কর্মকাণ্ড বৃদ্ধির আশা ও সুদ কমায় ঋণ বৃদ্ধিই বাজার থেকে পুঁজি সংগ্রহে উৎসাহী করছে তাদের।
বাজার মহলের খবর, সোমবার থেকে সংস্থাগুলি শেয়ারের মূল্যবন্ধনী ঘোষণা করতে পারে। মাসের শেষে ইসু আসার সম্ভাবনা। সবগুলিই নিয়ন্ত্রক সেবি-র থেকে আইপিও ছাড়ার অনুমতি পেয়েছে। টাকা হাতে এলে তা ব্যবসা ছড়ানো, ঋণ শোধ, দৈনন্দিন কাজকর্মে কাজে লাগাতে পারে তারা, দাবি সূত্রের।
উল্লেখ্য, ২০২৪-এ প্রথম বার শেয়ার ছেড়ে ৯১টি সংস্থা তুলেছিল প্রায় ১.৬১ লক্ষ কোটি টাকা। অর্থনীতি ঘিরে উৎসাহ, বেসরকারি লগ্নি বৃদ্ধি পাওয়া এবং সাধারণ লগ্নিকারীদের মধ্যে উৎসাহই সংস্থাগুলিকে বাজারের পথে পুঁজি জোগাড়ে আগ্রহী করে তুলেছিল। সেই তুলনায় এ বছর আইপিও-র সংখ্যা কম। এখনও পর্যন্ত ৫৫টি সংস্থা নতুন ইসু এনেছে। তুলেছে ৭৫,০০০ কোটি। আগ্রহ দেখা গিয়েছে মূলত আর্থিক পরিষেবা, খুচরো বিপণন, বিকল্প বিদ্যুৎ, স্বাস্থ্য এবং উৎপাদনের মতো ক্ষেত্রে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, মূলত বিশ্ব জুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও ভারতের অর্থনীতি নিয়ে চিন্তাই এ বছর সংস্থাগুলিকে পিছনে টেনে রেখেছে। বিশেষত ভারতীয় পণ্যের উপরে আমেরিকার ৫০% শুল্ক চিন্তায় ফেলেছে। ফলে বুঝেশুনে এগোনোর পথে হাঁটছে সংস্থাগুলি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)