তথ্যপ্রযুক্তি বিনিয়োগের লক্ষ্যে আইটিসি-কে ‘অকুপেন্সি’ শংসাপত্র দিল রাজ্য। অর্থাৎ জমির অধিকার আনুষ্ঠানিক ভাবে হাতে পেল সংস্থা। নিউটাউনে তাদের ১৭ একর জমি দেওয়া হয়েছে হিডকোর মাধ্যমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই পরিকাঠামো হবে বিশ্বমানের। তাতে ১২০০ কোটি টাকা লগ্নি ও ৫০০০ কর্মসংস্থান হবে।
মঙ্গলবার এক্স-এ মুখ্যমন্ত্রী জানান, তথ্যপ্রযুক্তি ও তার অনুসারী কর্মকাণ্ডের জন্য নিউটাউনের অ্যাকশন এরিয়া-৩ চিহ্নিত হয়েছে আইটিসির জমির জন্য। একটি বহুতল-সহ তিনটি অফিস ভবন তৈরিহবে। ১৪.৫ লক্ষ বর্গফুটের মধ্যে থাকবে বাণিজ্য সহযোগী কেন্দ্র ও নলেজ সেন্টার। মমতার দাবি, “লগ্নি হবে ১২০০ কোটি টাকা। সরাসরি ৫০০০ জন কাজ পাবেন। ডিজিটাল ও প্রযুক্তি ক্ষেত্রে লগ্নির প্রশ্নে এ রাজ্য উর্বর ক্ষেত্র হয়ে উঠতে চলেছে।” কর্তাদের একাংশ মনে করাচ্ছেন, রাজ্যে গত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে তথ্যপ্রযুক্তি খাতে লগ্নির প্রতিশ্রুতি দিয়েছিল আইটিসি। এই জমি সংক্রান্ত পদক্ষেপ তারই সূচনা বলে দাবি।
প্রসঙ্গত, ক’দিন আগে তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস-কেও ২৪ লক্ষ বর্গফুটের কার্যালয় তৈরি করতে রাজ্যের সিলিকন ভ্যালিতে ২০ একর জমি দিয়েছিল নবান্ন। ৯ লক্ষ বর্গফুটের আয়তনে ১১তলা ভবনে ৫০০০ জনের কাজেরদাবি করেন মমতা। আশা প্রকাশ করে তিনি এটাও জানান, প্রকল্পের দ্বিতীয় দফায় আরও ১৫ লক্ষ বর্গফুটের আয়তনে ভবন তৈরি হলে সেখানে ২০,০০০ জন কাজ পাবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)