Advertisement
E-Paper

জিও- নতুন প্রাইম পরিষেবায় রয়েছে ধামাকা অফার, জেনে নিন

সময় শেষ। এ বার কড়ি ফেলে জিও-র ডেটা প্যাক ব্যবহার করতে হবে। জিও-র প্রাইম সদস্য হতে এক মাস সময়সীমা ছিল। বৃহস্পতিবার তা শেষ হতে চলেছে। তবে, ডেটা প্যাকের ফ্রি পরিষেবা শেষ হয়ে গেলেও প্রাইম সদস্যদের জন্য থাকছে ‘হ্যাপি নিউ ইয়ার প্ল্যানে’র বেশি কিছু আকর্ষণীয় অফার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ১৯:০০
ফাইল চিত্র

ফাইল চিত্র

সময় শেষ। এ বার কড়ি ফেলে জিও-র ডেটা প্যাক ব্যবহার করতে হবে। জিও-র প্রাইম সদস্য হতে এক মাস সময়সীমা ছিল। বৃহস্পতিবার তা শেষ হতে চলেছে। তবে, ডেটা প্যাকের ফ্রি পরিষেবা শেষ হয়ে গেলেও প্রাইম সদস্যদের জন্য থাকছে ‘হ্যাপি নিউ ইয়ার প্ল্যানে’র বেশি কিছু আকর্ষণীয় অফার।

জিও প্রাইম সদস্য হতে গেলে ৯৯ টাকা দিয়ে সাবস্ক্রিপশন করতে হচ্ছে। এই মুহূর্তে প্রায় ৫ কোটি গ্রাহক প্রাইম পরিষেবায় অন্তর্ভুক্ত হয়েছে বলে জানাচ্ছে জিও কর্তৃপক্ষ।

আরও পড়ুন- আজই শেষ হচ্ছে প্রাইম সদস্য হওয়ার সময়সীমা, গ্রাহক মন কী পুরোপুরি পেল জিও?

প্রাইম পরিষেবার যে সব ডেটা প্যাক রয়েছে তার মধ্যে অন্যতম ৩০৩ টাকার জিও প্রাইম অফার। ২৮ দিনের সময়সীমাতে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল এবং মেসেজের সুযোগ। এর সঙ্গে জিও অ্যাপসও আনলিমিটেড ব্যবহার করা যাবে। এছাড়াও প্রতিদিন ১ জিবি করে ফ্রি ডেটা মিলবে।

যদি এই প্ল্যানও আপনার চাহিদা না মেটাতে পারে, তার জন্য রয়েছে আরও একটি আকর্ষণীয় প্ল্যান। ৪৯৯ জিও প্রাইম প্ল্যান। এতে আনলিমিটেড অফারের সঙ্গে থাকছে ২ জিবি করে ফ্রি ডেটা। এরও সময়সীমা ২৮ দিনের।

রয়েছে ৯৯৯ টাকার জিও প্রাইম প্ল্যান। যেটিতে ৬০ দিনের জন্য এককালীন ৬০ জিবি ডেটা পাবেন।

এই প্ল্যানগুলি ছাড়াও থাকছে, ১৯৯৯ টাকা (১২৫জিবি ৯০ দিনের জন্য), ৪৯৯৯ টাকা (৩৫০ জিবি ১৮০ দিনের জন্য) এবং ৯৯৯৯ টাকা (৭৫০ জিবি ৩৬০ দিনের জন্য)-র মতো বড় রকমের প্ল্যানও।

Reliance Jio Prime Offer Happy New Year Offer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy