Advertisement
১৭ মে ২০২৪
Reliance Jio

আজই শেষ হচ্ছে প্রাইম সদস্য হওয়ার সময়সীমা, গ্রাহক মন কী পুরোপুরি পেল জিও?

৩১ মার্চ। জিও-র প্রাইমে সাবস্ক্রাইব করার শেষ দিন। ইতিমধ্যেই প্রায় ৫ কোটি গ্রাহক তাদের প্রাইম মেম্বারশিপে অন্তর্ভুক্ত হয়েছেন বলে জানিয়েছে জিও। গত সেপ্টেম্বরে জিও লঞ্চ হওয়ার প্রায় ৬ মাসের মধ্যেই তাদের গ্রাহক সংখ্যা ১০ কোটি ছাপিয়ে যায়। সেই গ্রাহকদের এক ছাতার তলায় আনতে চলতি বছর এপ্রিল থেকে প্রাইম মেম্বারশিপ শুরু করে জিও।

জিওর প্রাইম সদস্য হওয়ার সময়সীমা শেষ হতে চলেছে।

জিওর প্রাইম সদস্য হওয়ার সময়সীমা শেষ হতে চলেছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ১৪:৩৭
Share: Save:

৩১ মার্চ। জিও-র প্রাইমে সাবস্ক্রাইব করার শেষ দিন। ইতিমধ্যেই প্রায় ৫ কোটি গ্রাহক তাদের প্রাইম মেম্বারশিপে অন্তর্ভুক্ত হয়েছেন বলে জানিয়েছে জিও।

গত সেপ্টেম্বরে জিও লঞ্চ হওয়ার প্রায় ৬ মাসের মধ্যেই তাদের গ্রাহক সংখ্যা ১০ কোটি ছাপিয়ে যায়। সেই গ্রাহকদের এক ছাতার তলায় আনতে চলতি বছর এপ্রিল থেকে প্রাইম মেম্বারশিপ শুরু করে জিও। এই প্ল্যানের সদস্য হলে এক বছর ধরে খুব কম খরচে নানা আকর্ষণীয় অফারে ডেটা এবং ফ্রি ভয়েস কল করা যাবে। আর যদি জিও প্রাইমের সদস্য না হন, পুরো কড়ি দিয়েই ডেটা প্যাক কিনতে হবে। সেখানে প্রাইম সদস্যর মতো কোনও অফারের বালাই নেই।

আরও পড়ুন- এ বার না চাইলেও বিএসএনএল আপনাকে দেবে ১ জিবি ফ্রি ডেটা

ফেব্রুয়ারি মাসে এই বিজ্ঞপ্তি জারির পরই তাদের প্রায় ১০ কোটি গ্রাহককে প্রাইম সদস্য করতে নানা অফার দিতে শুরু করে রিলায়্যান্স জিও। সূত্রের খবর, গত সপ্তাহে তাদের ৫ কোটি গ্রাহককে প্রাইম সদস্য করার লক্ষ্যে আড়াই কোটির মতো গ্রাহক অন্তর্ভুক্ত হয়েছে।

পুরুলিয়ায় জিও প্রাইম সদস্য হওয়ার হিড়িক। ছবি- নিজস্ব চিত্র

লঞ্চ হওয়ার ১৭০ দিনের মধ্যে ১০ কোটি গ্রাহক পেয়েছে জিও। সূত্রের খবর, তাদের অর্ধেক প্রাইম সদস্য হয়েছে। এত কম সময়ে ৫ কোটি গ্রাহক ওই প্ল্যানের সদস্য হয়েছেন, এটাকে কিন্তু নজিরবিহীন বলেই মনে করছেন জিও কর্তৃপক্ষ। তাদের দাবি, এই সংখ্যক গ্রাহক এসেছেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই।

তবে, সেলুলার অপারেশন অ্যাসোসিয়েশনের (সিওএআই) তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে বাকি টেলিকম সংস্থা (ভোডাফোন, ভারতী এয়ারটেল, আইডিয়া) নানা অফার দিয়ে প্রায় ২০ লক্ষ নতুন গ্রাহক নিয়ে আসতে পেরেছে।

শেষ মুহূর্তে আরও বেশি গ্রাহক টানতে জিও আরও ধামাকা অফার দিতে শুরু করে। ৩১ মার্চের মধ্যে প্রাইম সদস্য হলে ১২০ জিবি ডেটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে বলেও ঘোষণা করে রিলায়্যান্স জিও। কিন্তু নানা আকর্ষণীয় অফার দিয়েও রিলায়্যান্স জিও তাদের ‘লক্ষ্যমাত্রায়’ পৌঁছতে পারেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE