শীঘ্রই ভারতে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক নেট (স্যাট-নেট) চালু করবে আমেরিকার ধনকুবের ইলন মাস্কের স্টারলিঙ্ক। সোমবার ব্যক্তিগত ব্যবহারের জন্য এই পরিষেবার খরচ জানাল সংস্থা। যা আপাতত মাসে ৮৬০০ টাকা। তার আগে যন্ত্রাংশ কিনতে লাগবে ৩৪,০০০ টাকা। প্রশ্ন উঠেছে, দেশে কত জন এত খরচ করতে পারবেন? মাস্কের পরিষেবা আমজনতার আয়ত্তের বাইরে।
স্টারলিঙ্ক জানিয়েছিল, এই পরিষেবার মূল লক্ষ্য ভারতের গ্রামীণ, দুর্গম ও প্রত্যন্ত এলাকা। যেখানে উন্নত নেট নেই, সেখানে দ্রুত গতির নিরবচ্ছিন্ন সংযোগ পৌঁছবে। ব্যক্তিগত ব্যবহারের জন্যও তা ব্যবহার করা যাবে। কিন্তু এত খরচ সামলানোর ক্ষমতা কম লোকেরই আছে বলে মত সংশ্লিষ্ট সকলের।
এ দিকে, সোমবারই স্যাট-নেট পরিষেবার খরচ নিয়ে ফের টেলিকম বিভাগের (ডট) পরামর্শ খারিজ করেছে টেলি নিয়ন্ত্রক ট্রাই। স্পেকট্রাম ফি মোট ব্যবসার ৫% করা এবং শহরাঞ্চলে গ্রাহক প্রতি ৫০০ টাকা না নেওয়ার পরামর্শ ছিল ডটের। আগের মতোই ট্রাই স্পষ্ট জানিয়েছে, এই পরামর্শের সঙ্গে তারা একমত নয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)