প্রয়োজনে ভারতে নিরবচ্ছিন ভাবে জ্বালানি রফতানিতে তাঁরা তৈরি,গত সপ্তাহে ভারতে এসে জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বার মস্কোর বার্তা, লাভজনক হলে নিজেদের স্বার্থেই ভারত রুশ তেল কিনবে। এমনকি সে ক্ষেত্রে রাশিয়া নিষেধাজ্ঞা এড়ানোয় দীর্ঘ দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিকল্প পথ খুঁজে বার করবে বলেও বার্তা ক্রেমলিনের আর্থিক উপদেষ্টা ম্যাক্সিম ওরেশ্কিনের। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘‘সার্বভৌম দেশ হিসেবে ভারত নিজের লাভ বুঝে বৈদেশিক বাণিজ্য চালাবে এবং জ্বালানির চাহিদা মেটাবে।’’
রাশিয়া থেকে অশোধিত তেল কেনার জন্য শাস্তি হিসেবে ভারতের উপরে বাড়তি ২৫% শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এ দেশের পণ্যের তাদের মোট শুল্ক ৫০%। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত হিসেবেও রুশ তেল আমদানি বন্ধ করার চাপ রয়েছে নয়াদিল্লির উপর। এই অবস্থায় নভেম্বরে রাশিয়ার দুই তেল সংস্থা রসনেফ্ট ও লুকঅয়েলের উপরে ট্রাম্প নিষেধাজ্ঞা চাপালে রাশিয়ার তেল কেনা কমবে বলেই ইঙ্গিত ছিল। কারণ, ভারতে ওই দুই সংস্থার থেকেই মূলত তেল আসত। এরই মধ্যে পুতিন দেন তেলের জোগান বহালের প্রতিশ্রুতি।
পুতিনের বার্তা ছিল, আমেরিকা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে জ্বালানি কেনে। তা হলে কেন ভারতের সেই অধিকার থাকবে না? এ নিয়ে তাঁরা ট্রাম্পের সঙ্গেও কথা বলতে রাজি। এই অবস্থায় ক্রেমলিনের নতুন বার্তা তাৎপর্যপূর্ণ, বলছে সংশ্লিষ্ট মহল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)