Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৪ জানুয়ারি ২০২২ ই-পেপার

আজ থেকেই জিও ফোনের প্রি-বুকিং, দেখুন কী ভাবে বুক করবেন

নিজস্ব সংবাদদাতা
মুম্বই ২৩ অগস্ট ২০১৭ ১৯:৪৯

বিনামূল্যে ফোর-জি ফোন! খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল টেকপ্রেমীদের মধ্যে। এ বার সেই অপেক্ষার অবসান। আজ থেকেই শুরু হচ্ছে জিও ফোনের প্রি-বুকিং। সংস্থার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে বুকিং শুরু হবে। জেনে নিন কী ভাবে জিও ফোনের বুকিং করবেন।

বুকিংয়ের পদ্ধতি-

• অনলাইন এবং অফলাইন, দু’ভাবেই বুক করা যাবে।

Advertisement

• অফলাইনে রিলাস্যান্স জিও-র খুচরো বিক্রেতা এবং রিলায়্যান্স ডিজিটাল স্টোর থেকে বুক করা যাবে এই ফোন।

• অনলাইনে মাই জিও অ্যাপ এবং jio.com থেকে বুক করা যাবে।

• প্রি-বুকিংয়ের ক্ষেত্রে ৫০০ টাকা দিতে হবে গ্রাহককে।

আরও পড়ুন: তিন মাসে ৫ কোটি ফোন বিক্রির লক্ষ্যে নামল জিও

• ডেলিভারির সময় দিতে হবে ১০০০ টাকা।

• তবে এই পুরো টাকাটাই নেওয়া হবে ‘সিকিউরিটি মানি’ হিসাবে।

• পরে ফোন জমা দিয়ে দিলে ১৫০০ টাকার পুরোটাই ফেরত পাবেন গ্রাহকরা।

• সেপ্টেম্বরে ডেলিভারি পাওয়া যাবে।

আরও পড়ুন: জিওফোনে এ বার মিলতে পারে হোয়াটসঅ্যাপও!

দেখে নিন কী কী সুবিধা থাকবে এই ফোনে-

• জিও’র নতুন ফিচার ফোনটিতে ফোর-জির সমস্ত সুযোগ সুবিধা মিললেও এটি একটি সিঙ্গল সিম ফোন।

• একটি নতুন জিও নম্বরের সঙ্গেই মিলবে এই জিও ফোন। তবে আপনার কাছে আগে থেকেই জিও সিম থাকলে সেটি এই ফোনেও ব্যবহার করা যাবে।

• শুধুমাত্র জিও সিমই ব্যবহার করা যাবে এই ফোনে। অন্য কোনও টেলিকম সংস্থার সিম এই ফোনে ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন: জিও-র ফোন নিয়ে অভিযোগ আইডিয়ার

• নতুন জিও ফোনে শুধুমাত্র ফোর-জি নেটওয়ার্কই কাজ করবে। টু-জি বা থ্রি-জি ব্যান্ডউইথ এই ফোনে কাজ করবে না।

• ইউটিউব, ফেসবুকের মতো জনপ্রিয় অ্যাপগুলিও থাকবে বলে জানা গিয়েছে।

• রিলায়্যান্স জিও ফোনের অন্যতম আকর্ষণীয় ফিচার জিও টিভি। তবে এই বিশেষ পরিষেবা পেতে ৩০৯ টাকার রিচার্জ করতে হবে। এই ২৮ দিনের এই রিচার্জে প্রতি দিন মিলবে ১ জিবি ডেটা।

আরও পড়ুন

Advertisement