Advertisement
২৭ এপ্রিল ২০২৪

৯,০০০ কোটি লগ্নির পরিকল্পনা জেএসডব্লিউ স্টিলের, মুনাফা কমলো ৮৭%

আগামী দু’বছরে ৯ হাজার কোটি টাকা লগ্নির পরিকল্পনা করেছে জেএসডব্লিউ স্টিল। তার মধ্যে ৫,২০০ কোটিই খরচ করা হবে সংস্থার ব্রাউনফিল্ড প্রকল্প সম্প্রসারণ করার জন্য। গত ২০১৪-’১৫ অর্থবর্ষের আর্থিক ফলাফল প্রকাশ করতে গিয়ে শুক্রবার এ কথা জানিয়েছে ইস্পাত সংস্থাটি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০২:০৬
Share: Save:

আগামী দু’বছরে ৯ হাজার কোটি টাকা লগ্নির পরিকল্পনা করেছে জেএসডব্লিউ স্টিল। তার মধ্যে ৫,২০০ কোটিই খরচ করা হবে সংস্থার ব্রাউনফিল্ড প্রকল্প সম্প্রসারণ করার জন্য। গত ২০১৪-’১৫ অর্থবর্ষের আর্থিক ফলাফল প্রকাশ করতে গিয়ে শুক্রবার এ কথা জানিয়েছে ইস্পাত সংস্থাটি।

গত অর্থবর্ষের চতুর্থ (জানুয়ারি-মার্চ) ত্রৈমাসিকে অবশ্য খুব একটা ভাল ফল করেনি সংস্থা। ওই সময়ে তাদের নিট মুনাফা কমেছে ৮৭%। তা দাঁড়িয়েছে ৬২.৩৮ কোটি টাকায়। এই সময়ে সংস্থার নিট আয়ও ১২% কমে হয়েছে ১২,৫৯৯.৭০ কোটি টাকা। তবে পুরো অর্থবর্ষের জন্য সংস্থার সামগ্রিক নিট মুনাফা বেড়েছে তিনগুণেরও বেশি। যা দাঁড়িয়েছে ১,৭৯৬.৫৭ কোটিতে। মোট আয়ও বেড়েছে ৩.৪%।

এ দিন জেএসডব্লিউ স্টিলের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ফিনান্সিয়াল অফিসার শেষাগিরি রাও বলেন, ‘‘দেশে ইস্পাত তৈরির খরচ এখনও কমেনি। পাশাপাশি, অন্যান্য মুদ্রার তুলনায় টাকার দাম পড়েছে অনেকটাই। আমদানি খাতেও সংস্থার খরচ বেড়েছে, কিন্তু সেই তুলনায় রফতানি বাজার ভাল নয়। এই সবেরই প্রভাব পড়েছে সংস্থার গত ত্রৈমাসিকের মুনাফার উপর।’’ সব মিলিয়ে ইস্পাত, বিদ্যুৎ এবং অন্যান্য ব্যবসা থেকে আয় কমাও মুনাফা কমার অন্যতম কারণ বলে জানিয়েছে সংস্থাটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

JSW JSW Steel steel invest electric
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE