Advertisement
২০ এপ্রিল ২০২৪

বৃদ্ধি কেন ৯% ছাড়াল না, প্রশ্ন

বিশ্বব্যাঙ্কের প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ, বর্তমানে নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রবিবার টুইট করে জুলাই থেকে সেপ্টেম্বরে ভারতের ৬.৩% আর্থিক বৃদ্ধি নিয়ে হতাশা জানান।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৭ ০৩:০০
Share: Save:

ভারতের ঢিমেতালে এগোনো বৃদ্ধি নিয়ে এ বার প্রশ্ন তুললেন কৌশিক বসু।

বিশ্বব্যাঙ্কের প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ, বর্তমানে নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রবিবার টুইট করে জুলাই থেকে সেপ্টেম্বরে ভারতের ৬.৩% আর্থিক বৃদ্ধি নিয়ে হতাশা জানান। মনমোহন সিংহের আমলে ইউপিএ সরকারের প্রধান আর্থিক উপদেষ্টার কথায়, ‘‘ভারতের আর্থিক বৃদ্ধি এখন ৬.৩%। ২০০৫-২০০৮ সালে তা ছিল ৯.৫%। বিশ্ব বাজারে তেলের দাম এখন এত কম। আর্থিক বৃদ্ধি তো আবারও ৯% ছাড়িয়ে যাওয়ার কথা। অর্থনীতি এতটা তলিয়ে যাওয়ার কারণ ঠিক মতো খুঁজে বার করা দরকার।’’

উল্লেখ্য, ৬.৩% বৃদ্ধি নিয়ে যে আদৌ উচ্ছ্বাসের কারণ নেই, শনিবারই সে কথা বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তাঁর মন্তব্য, ‘‘ইউপিএ-র দশ বছরের গড় বৃদ্ধিকে ছুঁতে হলে অর্থনীতিকে এই সরকারের পঞ্চম আর্থিক বছরে ১০.৬% হারে এগোতে হবে। সেটা সম্ভব হলে খুশিই হব। তবে সত্যি বলতে কি, তা ঘটবে বলে মনে হয় না।’’ তবে বৃদ্ধির গতি-প্রকৃতি দেখে তাঁর মন্তব্য, ঢিমেতালে চলা অর্থনীতি এ বার দ্রুত এগোবে কি না, তা বলার সময় এখনও আসেনি।

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমও একই সুরে বলেছিলেন, ‘‘বৃদ্ধি টানা কমায় ছেদ পড়েছে। কিন্তু এটা মোদী সরকারের প্রতিশ্রুতি আর দেশের অর্থনীতির প্রকৃত সম্ভাবনা— দু’য়েরই অনেক নীচে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kaushik Basu Economy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE