Advertisement
০৬ মে ২০২৪

কাতার বিশ্বকাপের স্টেডিয়াম তৈরির বরাত এলঅ্যান্ডটি-র

কাতারে আগামী ২০২২ সালে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। তারই স্টেডিয়াম তৈরির বরাত পেল ভারতীয় পরিকাঠামো নির্মাণ সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০৩:১৮
Share: Save:

কাতারে আগামী ২০২২ সালে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। তারই স্টেডিয়াম তৈরির বরাত পেল ভারতীয় পরিকাঠামো নির্মাণ সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। সেখানকার সরকারি সূত্রে খবর, বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথ ভাবে ১৩.৫ কোটি ডলারের (৯০৪.৫ কোটি টাকা) এই বরাত পেয়েছে তারা। যার হাত ধরে পশ্চিম এশিয়ায় সংস্থাটি তাদের সমস্যায় পড়া ব্যবসা ঘুরিয়ে দাঁড় করাতে পারবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

গত কয়েক মাসে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমায় আর্থিক সঙ্কটে পড়েছে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ। বেড়ে চলা ঘাটতিতে রাশ টানতে খরচে কাটছাঁট করতে বাধ্য হচ্ছে তারা। ফলে সমস্যায় পড়ছে সেখানে কাজ করা বিভিন্ন সংস্থা। ব্যতিক্রম নয় দোহায় মেট্রো লাইন তৈরি-সহ ওই সব দেশে বিভিন্ন প্রকল্পে যুক্ত থাকা এলঅ্যান্ডটি-ও। সঙ্কট কাটাতে ইতিমধ্যেই এশিয়া এবং আফ্রিকার নানা দেশকে পাখির চোখ করার কথা জানিয়েছে পরিকাঠামো সংস্থাটি। এই পরিস্থিতিতে ৪০ হাজার আসনের এই স্টেডিয়াম তৈরির বরাত তাদের কাছে অক্সিজেনের কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Larsen & Toubro World Cup Football Qatar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE