Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Economy

বিজেপির ভোট-বিজয়ের পর দ্বিতীয় দিনেও ৩৯ হাজার ছাড়িয়ে গেল সেনসেক্স

এ দিন বাজার খোলার পরেই চড়তে শুরু করে সেনসেক্সের সূচক। চড়তে থাকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) নিফটির সূচকও। দিনভর ৬৩৩ পয়েন্ট উঠে বাজার বন্ধ হওয়ার সময় এ দিন সেনসেক্সের সূচক পৌঁছয় ৩৯ হাজার ৪৩৫-এ। ১৮৭ পয়েন্ট চড়ে গিয়ে নিফটিও পৌঁছয় ১১ হাজার ৮৪৪-এ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই ও নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ মে ২০১৯ ১৭:২২
Share: Save:

বিজেপির বিপুল ভোট-বিজয়ের পর বোম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্সের ‘পারদ’ আর নামতেই চাইছে না। বৃহস্পতিবার লোকসভা ভোটের ফলাফল ঘোষণার দিন সেনসেক্সের সূচক সর্বকালীন রেকর্ড গড়ার পর শুক্রবারও তা ৩৯ হাজার ছাড়িয়ে গিয়েছে।

এ দিন বাজার খোলার পরেই চড়তে শুরু করে সেনসেক্সের সূচক। চড়তে থাকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) নিফটির সূচকও। দিনভর ৬৩৩ পয়েন্ট উঠে বাজার বন্ধ হওয়ার সময় এ দিন সেনসেক্সের সূচক পৌঁছয় ৩৯ হাজার ৪৩৫-এ। ১৮৭ পয়েন্ট চড়ে গিয়ে নিফটিও পৌঁছয় ১১ হাজার ৮৪৪-এ।

ভোটগণনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের প্রত্যাবর্তনের ইঙ্গিত জোরালো হয়ে উঠতেই বৃহস্পতিবার থেকে চাঙ্গা হয়ে উঠতে শুরু করে দেশের শেয়ার বাজার। উর্ধ্বমুখী সূচকের নিরিখে গড়ে ফেলে সর্বকালীন রেকর্ড।

বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সেনসেক্সের সূচক ৭৯১ পয়েন্ট বেড়ে গিয়ে গতকাল পৌঁছে যায় প্রায় ৪০ হাজারে। হল ৩৯, ৯০১. ৫৯। যা এর আগে হয়নি কোনও দিন।

আরও পড়ুন- টিআরএসের মুসলিম ভোট ভেঙে তেলেঙ্গানায় বিজেপির কপাল ফেরাল কংগ্রেস​

আরও পড়ুন- মোদীর ফেরার ইঙ্গিতেই সেনসেক্সে সর্বকালীন রেকর্ড, প্রায় ৪০ হাজার​

পাল্লা দিয়ে বাড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নিফটির সূচকও। ২৩১ পয়েন্ট বেড়ে গিয়ে নিফটির সূচক হয় ১১, ৯৬৮.৯৫।

নিফটির সূচক বাড়ার সঙ্গে সঙ্গে তেজি হয়ে ওঠে বেশ কয়েকটি শিল্প সংস্থার শেয়ারের দাম। তাদের মধ্যে সবচেয়ে বেশি বাড়ে আদানি স্পোর্টসের শেয়ারের দাম। ৭.৩৬ শতাংশ। তার পরেই রয়েছে যথাক্রমে ইন্দাসইন্দ ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক ও ভারত পেট্রোলিয়াম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sensex BSE NSE সেনসেক্স
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE