Advertisement
২০ এপ্রিল ২০২৪

আরও চার চা বাগান বেচছে ম্যাকলিওড

বুধবার সংস্থাটির পূর্ণ সময়ের ডিরেক্টর তথা সিএফও কমল বহেতী  জানিয়েছেন, এই চার বাগান মোরান, লেপেটকাট্টা, আট্টাবাড়ি ও সেপন। সেগুলি বেচতে লক্ষ্মী টি-র সঙ্গে মউ সই করেছেন তাঁরা। প্রয়োজনীয় অনুমোদন মিললে বাগানগুলির হাতবদল হবে ১৪১ কোটি টাকায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ০৩:৫১
Share: Save:

ঋণের বোঝা কমাতে অসমের আরও চারটি চা বাগান বিক্রি করছে কলকাতার ম্যাকলিওড রাসেল।

বুধবার সংস্থাটির পূর্ণ সময়ের ডিরেক্টর তথা সিএফও কমল বহেতী জানিয়েছেন, এই চার বাগান মোরান, লেপেটকাট্টা, আট্টাবাড়ি ও সেপন। সেগুলি বেচতে লক্ষ্মী টি-র সঙ্গে মউ সই করেছেন তাঁরা। প্রয়োজনীয় অনুমোদন মিললে বাগানগুলির হাতবদল হবে ১৪১ কোটি টাকায়।

এর আগে অসমের আরও আটটি বাগান বেচতে মুম্বইয়ের এম কে শাহ এক্সপোর্টের সঙ্গে চুক্তি করেছে ম্যাকলিওড। প্রস্তাবিত লেনদেনের অঙ্ক ৩৩১ কোটি। সংস্থা কর্তৃপক্ষের আশা, মাস দুয়েকের মধ্যেই মিলবে ছাড়পত্র। সম্ভব হবে বাগানের মালিকানার হাতবদলও। ১২টি বাগান বিক্রির পরে ম্যাকলিওডের হাতে থাকবে ৪০টি। এর চারটি ডুয়ার্সে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Macleod Tea
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE