এই মুহূর্তে রাজ্যের অস্থির আবহে লগ্নির পরিবেশও ধোঁয়াশায় ঘিরেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে বহু দিন ধরে উঠতে থাকা অভিযোগ আরও জোরালো হয়ে বিনিয়োগের পথে পাঁচিল তুলছে বলেও মনে করছে তারা। তবে এই পরিস্থিতিতেই এ রাজ্য থেকে লগ্নি টানতে কলকাতায় রোড-শো করতে চলেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। বুধবার রাতে সূত্রের খবর, যদি শেষ মুহূর্তে বড় কিছু না ঘটে তা হলে চলতি মাসের মাঝামাঝি বাংলার শিল্পকর্তাদের পুঁজি নিয়ে তাঁর রাজ্যে যাওয়ার ডাক দেবেন তিনি। ব্যাখ্যা করবেন, সেখানে লগ্নি করলে কী কী সুবিধা পাওয়া যাবে।
মধ্যপ্রদেশ শিল্পোন্নয়ন নিগম সূত্রে জানা গিয়েছে, মূলত, বস্ত্র, গয়না ও অলঙ্কার, ক্ষুদ্র-মাঝারি শিল্প এবং তথ্যপ্রযুক্তি— এই ক্ষেত্রগুলিতে লগ্নি টানার ব্যাপারে জোর দেওয়া হবে। পাশাপাশি, যাদব জানাবেন করছাড়, জমি, কর্মী বা পরিকাঠামোর ক্ষেত্রে কী কী সুবিধা সেখানে রয়েছে এবং সরকারের তরফে আরও কী কী দেওয়া হবে। অনুষ্ঠানে বাংলার একাধিক শিল্পকর্তা থাকবেন, যাঁরা ইতিমধ্যেই মধ্যপ্রদেশে লগ্নি করেছেন।
সে রাজ্যের শিল্পোন্নয়ন নিগমের এক কর্তা জানান, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে যাদব সারা দেশের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে লগ্নি চাইছেন। সেই তালিকায় কলকাতাও আছে। সূত্রের খবর, ইতিমধ্যেই বাংলার একাধিক প্রথম সারির শিল্পকর্তা এবং বণিকসভাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যের তথ্যপ্রযুক্তি তালুক সেক্টর ফাইভ স্টেকহোল্ডার্স অ্যাসোসিয়েশেনের সহ-সভাপতি কল্যাণ কর বলেন, ‘‘লগ্নির খাতিরে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ। এর থেকে শিল্পায়নে মোহন যাদবের সদিচ্ছা স্পষ্ট। এটা শিক্ষণীয়।’’ অনুষ্ঠানে আমন্ত্রণপ্রাপ্ত শহরের এক বণিকসভার কর্তা বলেন, ‘‘বাংলার এটা দেখে শেখা উচিত। আমরা মধ্যপ্রদেশকে পিছিয়ে পড়া রাজ্য বলেই জানি। সেই দুর্নাম ঘোচাতে যে ভাবে মুখ্যমন্ত্রী তৎপর হয়েছেন, তা প্রশংসার দাবি রাখে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)