রাজ্যে পালাবদলের পরে ক্ষমতায় এসে কলকাতাকে লন্ডন বানানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের পাশাপাশি সেই বার্তা বিস্তর সমালোচিত হয় দেশ-বিদেশের বিভিন্ন মহলে। মঙ্গলবার বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে (বিজিবিএস) বিভিন্ন দেশের কূটনীতিবিদদের সামনে সেই কথা তুলে মঙ্গলবার মমতার দাবি, লক্ষ্যে সফল তিনি। নানা সামাজিক পরিকাঠামো গড়ে লন্ডনের সঙ্গেই পাল্লা দিচ্ছে কলকাতা।
এ দিন বিজিবিএসের উদ্বোধনী অনুষ্ঠানের পরে ছিল আন্তর্জাতিক মহলকে নিয়ে সভা। হাজির ছিলেন বাংলাদেশ, ব্রিটেন, জাপান, লাক্সেমবার্গ-সহ ১৫টি দেশের কূটনীতিবিদেরা। সম্মেলনে অংশ নেওয়ায় তাঁদের ধন্যবাদ দেন মমতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। সেখানেই লন্ডনের সঙ্গে কলকাতার তুলনা টেনে বলেন, ‘‘আমি যখন ক্ষমতায় এসে এ কথা বলেছিলাম, অনেকে প্রশ্ন তুলেছিলেন। এখন দেখুন, লন্ডনে হাইড পার্ক রয়েছে, এখানে ইকো পার্ক করেছি। আপনাদের মতোই এখানে হয়েছে ওয়্যাক্স মিউজ়িয়াম। আমরাও আপনাদের সঙ্গে প্রতিযোগিতা করছি।’’
কূটনীতিবিদদের সামনে ইউনেস্কোর স্বীকৃতির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রীর বার্তা, আগামী বছরের দুর্গাপুজোয় যেন আরও বেশি বিদেশি পর্যটক ভিড় করেন এ রাজ্যে। বলেন, দীঘায় চার-পাঁচ মাসের মধ্যে জগন্নাথ মন্দির তৈরি হবে। সেটাও হবে ভ্রমণের নতুন গন্তব্য। ৩০০ কোটি টাকা খরচে কালীঘাট মন্দির এলাকা উন্নয়নের পরিকল্পনার কথাও জানান তিনি। সভায় ভারতে জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজ়ুকি নিজের পরিচয় দেন বাংলায়। ভারতে ব্রিটেনের হাইকমিশনার অ্যালেক্সের মন্তব্য, অন্যান্য সুবিধার সঙ্গে এ রাজ্যের হৃদয়ও আছে। রয়েছে মেধা সম্পদের বিরাট ভান্ডার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)