জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লক-সহ আরও অনেক চা উৎপাদনকারী অঞ্চলের বাগান হয়তো চলতি বছরে আর চা রফতানিই করতে পারবে না। এ কথা জানিয়ে বেশ কিছু বাগান মালিকের দাবি, উত্তরবঙ্গে বন্যার জেরে বহু বাগান ডুবে গিয়েছে। একাংশের হাল এতটাই খারাপ হয়ে পড়েছে যে, সেখানে এখন আর চা উৎপাদন অসম্ভব। ছোট বাগানগুলির আক্ষেপ, এর ফলে সব থেকে বেশি সমস্যায় পড়েছে তারাই। বেশ কয়েকটিতে তালা ঝুলতে পারে। বহু কর্মীর রুটি-রুজি বন্ধ হয়ে যাবে।
ছোট চা বাগানগুলির সংগঠন সিসটা-র সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী বলেন, ‘‘ময়নাগুড়ি ব্লকের তিনটি পঞ্চায়েতেই ১৪৭১ একর জমি বন্যার কবলে পড়েছে। ফলে সেখানকার বাগানগুলি খুব বেশি ক্ষতিগ্রস্ত। নদীর জল ঢোকায় গাছগুলির উপর পলি মাটি জমেছে। ফলে অনেক গাছ মরে যাবে। আগামী মার্চের মধ্যে বাকিগুলিকেও উৎপাদনের যোগ্য করা যাবে কি না, সন্দেহ আছে। প্রায় তিন কোটি টাকার কাঁচা চা পাতা নষ্ট হয়ে গিয়েছে।’’ তিনি জানান, ফের বাগানের পরিকাঠামো তৈরিতে সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাবেন তাঁরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)