বিশ্ব বাজারে অশোধিত তেলের দর যাতে আর না-নামে, সেই লক্ষ্যে উৎপাদন বেঁধে রাখা নিয়ে আপাতত কোনও রফা হল না। এ নিয়ে রবিবার সকালে কাতারের রাজধানী দোহায় তেল রফতানিকারী দেশগুলির জোট ওপেকের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের বৈঠকে সৌদি আরব দাবি তোলে, উৎপাদন বেঁধে রাখার শর্ত মেনে নিক ইরানও। তবে ইরান আগেই জানিয়ে দিয়েছিল, এই শর্ত মানা তাদের পক্ষে সম্ভব নয়। কারণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এ বার হারানো বাজার ফিরে পেতে চেষ্টা চালাবে তারা।
অক্টোবর পর্যন্ত অশোধিত তেল উৎপাদন ২০১৬-র জানুয়ারির স্তরে বাঁধার পক্ষেই সওয়াল করে ওপেক। কিন্তু ইরানের এককাট্টা মনোভাবে এ নিয়ে ওপেক ও তার বাইরে থাকা অন্যান্য দেশের বৈঠকে কোনও চুক্তি প্রাথমিক ভাবে হয়নি।