হার্ডওয়্যার এবং ফোন ব্যবসা ঢেলে সাজতে ৭,৮০০ কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট। একই সঙ্গে নোকিয়ার ফোন ব্যবসা হাতে নিতে যে ৭৬০ কোটি ডলার ব্যয় করেছে সংস্থা, তা-ও হিসাবের খাতা থেকে মুছে ফেলার কথা জানিয়েছে তারা। আগামী দিনে মূলত নিজেদের সফটওয়্যার ব্যবসাতেই জোর দিতে চায় বিশ্বের অন্যতম বৃহৎ এই তথ্যপ্রযুক্তি সংস্থা। পাশাপাশি, ২০১৪ সালে নোকিয়া হাতে নেওয়ার পর থেকে আশানুরূপ ভাবে স্মার্ট ফোনের বাজারে দখল বাড়াতে পারেনি মাইক্রোসফট (বর্তমানে তা মাত্র ৩%)। এই ব্যবসা থেকে বরং লোকসানের মুখ দেখতে হয়েছে তাদের। এই সব কারণেই এই সিদ্ধান্ত।