Advertisement
E-Paper

অ্যাপ মারফত টাকা পাঠানোয় ভাল সাড়া

স্মার্ট ফোনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেনের নতুন ব্যবস্থার সুযোগ নিতে ভাল সাড়া মিলেছে। একে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর না-জেনেই টাকা হস্তান্তরের এই ব্যবস্থা চালু হয়েছে বৃহস্পতিবার।

দেবপ্রিয় সেনগুপ্ত

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ০৩:১১

স্মার্ট ফোনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেনের নতুন ব্যবস্থার সুযোগ নিতে ভাল সাড়া মিলেছে। একে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর না-জেনেই টাকা হস্তান্তরের এই ব্যবস্থা চালু হয়েছে বৃহস্পতিবার। ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ (ইউপিআই) পরিষেবার এই সুবিধা নিতে বিভিন্ন ব্যাঙ্কের সব মিলিয়ে প্রায় ১০,০০০ ইউপিআই-অ্যাপ ‘ডাউনলোড করেছেন আগ্রহীরা। লেনদেনের সংখ্যা সাড়ে পাঁচ হাজারেরও বেশি।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র (আরবিআই) তত্ত্বাবধানে গোটা ব্যবস্থার নকশা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া-র (এনপিসিআই)। সেই পরিকাঠামোর ভিত্তিতে আপাতত নিজস্ব ইউপিআই অ্যাপ তৈরি করেছে ২১টি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক। বৃহস্পতিবার বিকেল থেকে একে একে ব্যাঙ্কগুলি অ্যান্ড্রয়েড ফোনের ‘গু‌গ‌্ল প্লে স্টোর’-এ তাদের ইউপিআই-অ্যাপ ‘আপলোড’ করতে শুরু করে। শুক্রবার এনপিসিআই জানিয়েছে, ১২টি ব্যাঙ্কের ইউপিআই অ্যাপ প্লে-স্টোরে মিলছে। বাকিগুলিও দু’এক দিনের মধ্যেই মিলবে বলে দাবি তাদের। এনপিসিআই-এর সিওও দিলীপ আসবে এ দিন মুম্বই থেকে ফোনে জানান, ২১টি ব্যাঙ্কের উপরন্তু সেপ্টেম্বেরের শেষের দিকে আরও ৫টি ব্যাঙ্কের ইউপিআই অ্যাপ চালু হবে। উল্লেখ্য, প্রাথমিক তালিকায় ২৯টি ব্যাঙ্কের ইউপিআই অ্যাপ চালুর কথা থাকলেও ২১টি চূড়ান্ত ছাড়পত্র পায়। গোড়ায় এনপিসিআই জানিয়েছিল, অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে সঙ্গে ‘অ্যামাজন প্লে স্টোর’ এবং আই-ফোন-এর ‘আইওএস প্লে স্টোর’-এও ইউপিআই-অ্যাপ মিলবে। কিন্তু আপাতত শুধু অ্যান্ড্রয়েড ফোনেই এই সুবিধা মিলছে। দিলীপবাবু জানান, ব্যাঙ্কগুলি তাঁদের জানিয়েছে, আইফোনে এই সুবিধা পৌঁছে দেওয়ার কাজ চলছে। মাস দেড়েকের মধ্যেই তা কার্যকর হবে বলে তাঁদের আশা। গোড়াতেই অনেকটা সাড়া পেলেও অবশ্য কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে। যেমন ইউপিআই অ্যাপে ঢোকার সময়ে ব্যবহৃত মোবাইল নম্বর কারও লেনদেন করার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত না-থাকলে তিনি সেই অ্যাকাউন্টের তথ্য ইউপিআই-অ্যাপে ভরতে পারবেন না। অনেকেই তাই ইউপিআই অ্যাপ ডাউনলোড করেও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভরতে পারেননি। আবার যে ২১টি ব্যাঙ্কের ইউপিআই অ্যাপ চালু হয়েছে, সেগুলির কোনওটায় অ্যাকাউন্ট থাকলে তবেই সেই তথ্য ইউপিআই অ্যাপে ভরা যাবে।

Money app Smart phone
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy