Advertisement
২০ এপ্রিল ২০২৪

বৃদ্ধি কমার ইঙ্গিত মুডিজের, পড়ল সূচক

ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডিজ ইনভেস্টর্স সার্ভিস বিরূপ পূর্বাভাস দেওয়ার জেরে মঙ্গলবার পড়ল শেয়ার বাজার। এই দিন সেনসেক্স পড়ে যায় ৪৬.৭৩ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক দাঁড়ায় ২৭৮৩১.৫৪ অঙ্কে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৫ ০২:৫৩
Share: Save:

ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডিজ ইনভেস্টর্স সার্ভিস বিরূপ পূর্বাভাস দেওয়ার জেরে মঙ্গলবার পড়ল শেয়ার বাজার। এই দিন সেনসেক্স পড়ে যায় ৪৬.৭৩ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক দাঁড়ায় ২৭৮৩১.৫৪ অঙ্কে।

ভারতের আর্থিক বৃদ্ধি চলতি ২০১৫-’১৬ আর্থিক বছরে ৭ শতাংশের বেশি হবে না বলে এ দিন মু়ডিজ হুঁশিয়ারি দিয়েছে। আগে তারা বলেছিল বৃদ্ধি দাঁড়াবে ৭.৫ শতাংশ। এক দিকে আর্থিক সংস্কারের ধীর গতি, অন্য দিকে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হওয়ার ফলেই মুডিজ ওই মত প্রকাশ করেছে।

এ দিনও লেনদেনের শুরু থেকে শেয়ার বাজার বাড়ছিল। এক সময়ে সেনসেক্স উঠে যায় ২৮,০৪০.৭৩ অঙ্কে। কিন্তু পরের দিকে মুনাফার টাকা তুলে নিতে শেয়ার বিক্রির জেরে নেমে আসে সূচক। লেনদেনের পুরো সময়টা জুড়ে সেনসেক্স ওঠানামা করে ২০৯ পয়েন্ট। তবে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ফের কিছুটা বাজারমুখো হচ্ছে বলে সংশ্লিষ্টসূত্রের খবর। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, তারা সোমবার ভারতের বাজারে ১৪২.৩৪ কোটি টাকার শেয়ার কিনেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE