Advertisement
E-Paper

সহায়ক মূল্যে পাট কিনতে আরও কেন্দ্র

ব্যাঙ্কের বিশদ তথ্য দিয়ে চাষিরা নিগমের খাতায় নাম নথিভুক্ত করলে পাসবইয়ের মাধ্যমে পাট বিক্রির টাকা সরাসরি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ০৩:২৭

প্রান্তিক অঞ্চলের চাষিরাও যাতে ন্যূনতম সহায়ক মূল্যে কাঁচা পাট বেচতে পারেন, তা নিশ্চিত করতে চায় পাট নিগম (জুট কর্পোরেশন অব ইন্ডিয়া)। তাই এই অর্থবর্ষে সমবায় সংগঠন বা স্বনির্ভর গোষ্ঠী মারফত বাড়তি ৬২টি কেন্দ্র খুলবে তারা। প্রত্যন্ত অথচ ভাল চাষ হয়েছে, এমন অঞ্চল উপগ্রহ চিত্রের মাধ্যমে চিহ্নিতও হয়েছে। নিগম চেয়ারম্যান কে ভি আর মূর্তি এ কথা জানিয়ে বলেন, এ জন্য আগ্রহপত্র চাওয়া হয়েছে সমবায় সংগঠনগুলির কাছে।

তিনি জানান, নিগমের ১৪১টি কেন্দ্র ১ জুলাই থেকে পাট কেনা শুরু করবে। কুইন্টাল প্রতি ৩,৭০০ টাকায়। মধ্যসত্ত্বভোগীদের ঠেকাতে এ বছর চালু হচ্ছে পাসবইও। ব্যাঙ্কের বিশদ তথ্য দিয়ে চাষিরা নিগমের খাতায় নাম নথিভুক্ত করলে পাসবইয়ের মাধ্যমে পাট বিক্রির টাকা সরাসরি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে।

Jute
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy