বাজারের সম্ভাবনা বহু দিনই অ্যাপলকে ভারতমুখী করেছে। এ দেশে অন্য সংস্থাকে দিয়ে আইফোনের বেশ কিছু সংস্করণ তৈরিও করায় তারা। এ বার চিন-আমেরিকা শুল্ক যুদ্ধের আবহে সংস্থার ব্যবসায়িক মানচিত্রে ভারতের গুরুত্ব আরও বাড়ল। অ্যাপলের সিইও
টিম কুকের ঘোষণা, জুন ত্রৈমাসিকে আমেরিকার বিক্রির জন্য বেশির ভাগ আইফোন তৈরি হবে এ দেশেই।
সংশ্লিষ্ট মহলের দাবি, আইফোনের অন্যতম বৃহৎ বাজার ভারত। ব্যবসা বৃদ্ধির সুযোগও বিপুল। তবে ঘরের মাটিতে বিক্রির জন্য এখানে সেগুলি তৈরি করে নিয়ে যাওয়ার পরিকল্পনা মূলত দাম কম রাখার কৌশল। চিন-আমেরিকা শুল্ক যুদ্ধের সুফল তুলছে দেশ। অ্যাপলের ব্যবসায় বাড়ছে গুরুত্ব।
কুক-ও জানাচ্ছেন, জুন ত্রৈমাসিকে চিন থেকে যে পণ্য আমেরিকায় যাবে তার বেশির ভাগে ন্যূনতম ২০% শুল্ক বসবে। বহু পণ্য ও পরিষেবায় চাপবে
১২৫%। অর্থাৎ মোট ১৪৫%। তিনি জানান, চিন, ভারত ও ভিয়েতনামে যে হারে শুল্ক রয়েছে, তাতে অ্যাপেলের পণ্য আমেরিকায় আমদানি খরচ ৯০ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে। তাই ভারতের উপর আমেরিকার চড়া শুল্ক বসানোর সিদ্ধান্ত ৯ জুলাই পর্যন্ত স্থগিত থাকায় এখান থেকে রফতানিতে জোর দেওয়া হচ্ছে। সংস্থার আর্থিক স্বাস্থ্য মজবুত করতে এ দেশ তুরুপের তাস হতে পারে, সেই যুক্তিতেও এখানে বিশেষ নজর দিচ্ছেন কুক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)