E-Paper

আমেরিকায় বিক্রির জন্য বেশির ভাগ আইফোন তৈরি হবে এ দেশে! ঘোষণা অ্যাপলের সিইও কুকের

চিন-আমেরিকা শুল্ক যুদ্ধের আবহে সংস্থার ব্যবসায়িক মানচিত্রে ভারতের গুরুত্ব আরও বাড়ল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ০৮:৩৭
আইফোনের অন্যতম বৃহৎ বাজার ভারত।

আইফোনের অন্যতম বৃহৎ বাজার ভারত। —প্রতীকী চিত্র।

বাজারের সম্ভাবনা বহু দিনই অ্যাপলকে ভারতমুখী করেছে। এ দেশে অন্য সংস্থাকে দিয়ে আইফোনের বেশ কিছু সংস্করণ তৈরিও করায় তারা। এ বার চিন-আমেরিকা শুল্ক যুদ্ধের আবহে সংস্থার ব্যবসায়িক মানচিত্রে ভারতের গুরুত্ব আরও বাড়ল। অ্যাপলের সিইও
টিম কুকের ঘোষণা, জুন ত্রৈমাসিকে আমেরিকার বিক্রির জন্য বেশির ভাগ আইফোন তৈরি হবে এ দেশেই।

সংশ্লিষ্ট মহলের দাবি, আইফোনের অন্যতম বৃহৎ বাজার ভারত। ব্যবসা বৃদ্ধির সুযোগও বিপুল। তবে ঘরের মাটিতে বিক্রির জন্য এখানে সেগুলি তৈরি করে নিয়ে যাওয়ার পরিকল্পনা মূলত দাম কম রাখার কৌশল। চিন-আমেরিকা শুল্ক যুদ্ধের সুফল তুলছে দেশ। অ্যাপলের ব্যবসায় বাড়ছে গুরুত্ব।

কুক-ও জানাচ্ছেন, জুন ত্রৈমাসিকে চিন থেকে যে পণ্য আমেরিকায় যাবে তার বেশির ভাগে ন্যূনতম ২০% শুল্ক বসবে। বহু পণ্য ও পরিষেবায় চাপবে
১২৫%। অর্থাৎ মোট ১৪৫%। তিনি জানান, চিন, ভারত ও ভিয়েতনামে যে হারে শুল্ক রয়েছে, তাতে অ্যাপেলের পণ্য আমেরিকায় আমদানি খরচ ৯০ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে। তাই ভারতের উপর আমেরিকার চড়া শুল্ক বসানোর সিদ্ধান্ত ৯ জুলাই পর্যন্ত স্থগিত থাকায় এখান থেকে রফতানিতে জোর দেওয়া হচ্ছে। সংস্থার আর্থিক স্বাস্থ্য মজবুত করতে এ দেশ তুরুপের তাস হতে পারে, সেই যুক্তিতেও এখানে বিশেষ নজর দিচ্ছেন কুক।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

iphone Technology

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy