Advertisement
২০ এপ্রিল ২০২৪

তিন দিন পড়ার পর উঠল শেয়ার বাজার

টানা তিন দিন পড়ার পর ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। মঙ্গলবার এক লাফে সূচক ৩০০ পয়েন্টেরও বেশি বেড়ে গিয়েছে। এর আগে গত তিন দিনের লেনদেনে সূচকের পতন হয়েছিল ৬৬৫.৭৪ পয়েন্ট।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৬ ১৯:৩৪
Share: Save:

টানা তিন দিন পড়ার পর ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। মঙ্গলবার এক লাফে সূচক ৩০০ পয়েন্টেরও বেশি বেড়ে গিয়েছে। এর আগে গত তিন দিনের লেনদেনে সূচকের পতন হয়েছিল ৬৬৫.৭৪ পয়েন্ট।

এই দিন বেড়েছে টাকার দামও। লেনদেন শুরু হওয়ার পর টাকার দাম এক সময়ে ৮ শতাং‌শেরও বেশি বেড়ে যায়।

এই দিন মূলত পড়তি বাজারে শেয়ার কেনার জেরেই বাজার তেজী হয়েছে বলে বাজার সূত্রের খবর।

তবে বাজারের এই ঘুরে দাঁড়ানো কতটা স্থায়ী হবে, সে ব্যাপারে অবশ্য বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে। যদিও ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর এস কে কৌশিকের মতো বাজার বিশেষজ্ঞরা মনে করেন যে, ‘‘বাজারের আর পড়া উচিত নয়।’’ তাঁদের মতে, বাজারে শেয়ারের দামে যে সংশোধন বা ‘কারেকশন’-এর প্রয়োজন ছিল, তা পুরোটাই হযে গিয়েছে। তাই বাজার এখন তেমন ভাবে না বাড়লেও পড়াটা উচিত নয়।

তবে বিশেষজ্ঞরা ওই কথা বললেও এই মুহুর্তে এখানে শেয়ার বাজার দেশের আর্থিক অবস্থার উপর পুরোপুরি নির্ভর করছে না। বাজার মূলত নির্ভর করছে বিশ্বের বিভিন্ন ঘটনার উপর। বিশ্বে আর্থিক দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম দেশ চিনের আর্থিক হাল চূড়ান্ত ভাবে খারাপ হয়ে পড়েছে। তার বিরূপ প্রভাব এশিয়া ছাড়াও বিশ্বের অন্য শেয়ার বাজারের উপরেও পড়েছে।

অপরিশোধিত তেলের দাম গত কাল ফের পড়ে যাওয়ার বিরূপ প্রভাব বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে পড়েছিল। এই দিন তেলের দামও কিছুটা বেড়েছে। এই দিন এশিয়ার অন্য বেশ কিছু শেয়ার বাজারও ছিল চাঙ্গা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

stock market movements up
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE