বার্ষিক সাধারণ সভায় চমক দিতে ভালবাসেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের কর্ণধার মুকেশ অম্বানী। এ বছরও অন্যথা হল না। শুক্রবার তাঁর ঝুলি থেকে বেরোল ২০২৬-এর প্রথমার্ধে জিয়োর প্রথম বার বাজারে শেয়ার ছাড়ার পরিকল্পনা (আইপিও)। যার জন্য উদগ্রীব হয়ে বসে বহু লগ্নিকারী। দ্বিতীয় চমক, দেশের সকলের ব্যবহারের উপযোগী করে ঘরে ঘরে পৌঁছে দেওয়া কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই)। কী ভাবে সেটা হবে খোলসা করেননি। তবে তার জন্য ‘রিলায়্যান্স ইন্টেলিজেন্ট’ নামে নতুন সংস্থা তৈরির কথা ঘোষণা করেছেন। জানিয়েছেন, এআই-কে কী করে সর্বসাধারণের ব্যবহারের উপযুক্ত করা যায় এবং তা জীবনযাপনকে কতটা সহজ করতে পারে, তা খতিয়ে দেখে এগোবেন।
একাংশ মনে করাচ্ছে, দেশের সকলের হাতে কম খরচে ডেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল জিয়ো। এখন সব সংস্থা ডেটার দাম বাড়ালেও, জিয়ো বাজারে পা রাখার পরে গোটা টেলিকম শিল্প প্রকল্পের খরচ কমাতে বাধ্য হয়। মুকেশ নিজেও এ দিন এআই প্রসঙ্গে জিয়োর উদাহরণ টেনেছেন। সংস্থার আইপিও সম্পর্কে বিশদে না বললেও খবর, ১০%-১২% শেয়ার বাজারে ছাড়া হতে পারে। এখন সংস্থায় রিলায়্যান্সের অংশীদারি প্রায় ৬৬%।
এআই প্রসঙ্গে মুকেশের বার্তা, এই প্রযুক্তি যেন কামধেনু। তার কাছে যে কোনও ইচ্ছে সত্যি হয়ে যায়। তাঁদের আনা এই প্রযুক্তি শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং জীবনধারণের মান বদলে দেবে। এ দিন মুকেশ দূষণহীন জ্বালানিতেও জোর দেন। জানান, গুজরাতের জামনগরে আগামী বছরের মধ্যে বৃহৎ ব্যাটারি কারখানা গড়বেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)