Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Economy

ভাই অনিল অম্বানীর পরিত্রাতা হলেন মুকেশ

ঠিক কত টাকায় ভাই অনিলের কোম্পানির সম্পত্তির একটা বড় অংশ কিনছেন, মুকেশ, তা না জানালেও, দিনকয়েক আগে অনিলই জানিয়েছিলেন, ২৫ হাজার কোটি টাকায় তাঁর কোম্পানির একটা অংশ তিনি বিক্রি করে দিচ্ছেন।

দুই ভাই। মুকেশ ও অনিল অম্বানী। ছবি সংগৃহীত।

দুই ভাই। মুকেশ ও অনিল অম্বানী। ছবি সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ২০:৫৩
Share: Save:

ভাই অনিল অম্বানীর পরিত্রাতা হলেন মুকেশ অম্বানী।

দেনার টাকা মেটাতে তাঁর কোম্পানি ‘রিলায়্যান্স কমিউনিকেশন্স লিমিটেড’ (আরকম)-এর সম্পত্তির একটা বড় অংশ অনিল অম্বানী বেচে দিচ্ছেন দাদা মুকেশ অম্বানীর সংস্থা ‘রিলায়্যান্স জিও ইনফোকম লিমিটেড’কে।

ঠিক কত টাকায় ভাই অনিলের কোম্পানির সম্পত্তির একটা বড় অংশ কিনছেন, মুকেশ, তা না জানালেও, দিনকয়েক আগে অনিলই জানিয়েছিলেন, ২৫ হাজার কোটি টাকায় তাঁর কোম্পানির একটা অংশ তিনি বিক্রি করে দিচ্ছেন।

আরও পড়ুন- ভবিষ্যৎ পরিকল্পনা স্থির করল রিলায়্যান্স​

আরও পড়ুন- ৫০ হাজার কোটি বাড়তি ধার কেন্দ্রের​

অনিলের ‘রিলায়্যান্স কমিউনিকেশন্স লিমিটেড’-এর সম্পত্তির কোন কোন অংশ কিনছেন মুকেশ?

আরকম সূত্রের খবর, সবক’টি টাওয়ার, অপটিক ফাইবার কেবল নেটওয়ার্ক, স্পেকট্রাম ও মিডিয়া কনভার্জেন্স নোডস দাদা মুকেশের ‘রিলায়্যান্স জিও ইনফোকম লিমিটেড’কে বেচে দিচ্ছেন অনিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE