মোবাইলই হয়ে উঠবে ব্যাঙ্ক। পকেটে কেউ আর নগদ নিয়ে ঘুরবেন না। দেড় বছর আগে, নোট বাতিলের পরে এমনই কম নগদ আর ডিজিটাল ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন নরেন্দ্র মোদী।
এখন ফের এটিএমে নোটের আকাল দেখা দিতে বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল লেনদেন স্বপ্নই রয়ে গিয়েছে। মানুষ এখনও নগদে কেনাবেচার অভ্যাস থেকে বেরোতে পারেননি। স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখা ইকোর্যাপের রিপোর্টও বলছে, বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে হিসেব করলে বাজারে নোট যা থাকার কথা এবং যা রয়েছে, তার মধ্যে ফারাক ১.৯ লক্ষ কোটি টাকা। এর মধ্যে ডিজিটাল লেনদেন ১.২ লক্ষ কোটির অভাব মিটিয়েছে ঠিকই। তা-ও ৭০ হাজার কোটি টাকার নোটের ঘাটতি থাকছেই। ওই রিপোর্টেই প্রকাশ, গত অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে প্রথম ছ’মাসের চেয়ে এটিএম থেকে ডেবিট কার্ডে টাকা তোলা ১২.২% বেড়েছে।
অর্থ মন্ত্রকের ব্যাঙ্ক পরিষেবা দফতরের এক কর্তা বলেন, চাহিদা যে ভাবে বেড়েছে, তাতে স্পষ্ট, এখনও কেনাবেচায় নগদই প্রাধান্য পাচ্ছে। তা সে কালো টাকা সাদা করতেই হোক বা রোজকার প্রয়োজনে। তার থেকেও গুরুতর বিষয়, নোটের অভাব দেখা দিলেও মানুষ ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রয়োজন মিটিয়ে নিচ্ছেন না। ফলে নগদের হাহাকার থেকেই যাচ্ছে।