Advertisement
০৬ মে ২০২৪
ম্যাগি বিতর্ক

পড়ল নেসলের শেয়ার দর

ম্যাগি বিতর্কের জেরে দ্রুত পড়ল নেসলের শেয়ার দর। ম্যাগি প্রস্তুতকারক ওই সংস্থার শেয়ার দর বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জে এক ধাক্কায় পড়েছে ৯.০৫%। বাজার বন্ধের সময়ে তা দাঁড়ায় ৬১৯১.১০ টাকায়। একই ভাবে এনএসইতে নেসলে শেয়ারের দাম ৯% পড়ে ঠেকে ৬১৮৬.৯৫ টাকায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০১৫ ০২:১১
Share: Save:

ম্যাগি বিতর্কের জেরে দ্রুত পড়ল নেসলের শেয়ার দর। ম্যাগি প্রস্তুতকারক ওই সংস্থার শেয়ার দর বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জে এক ধাক্কায় পড়েছে ৯.০৫%। বাজার বন্ধের সময়ে তা দাঁড়ায় ৬১৯১.১০ টাকায়। একই ভাবে এনএসইতে নেসলে শেয়ারের দাম ৯% পড়ে ঠেকে ৬১৮৬.৯৫ টাকায়।

এ দিকে আগের দিন ৬৬০.৬১ পয়েন্ট পড়ার পর বুধবার ৩৫১.১৮ পয়েন্ট পড়ে সেনসেক্স ফের নেমে আসে ২৬ হাজারের ঘরে। বাজার বন্ধের সময়ে সেনসেক্স থিতু হয় ২৬,৮৩৭.২০ অঙ্কে। এই নিয়ে গত দু’দিনেই সূচকের পতন হল ১,০১১.৭৯ অঙ্ক।

শুধু বড় সংস্থারই নয়, দাম পড়েছে ছোট ও মাঝারি মূলধনের সংস্থার শেয়ারেরও। বিশেষ করে পড়েছে ব্যাঙ্ক এবং নির্মাণ সংস্থার শেয়ার দর। দীর্ঘ দিন বাদে পরিষেবা সংস্থার শেয়ারের দামেও এ দিন পতন লক্ষ করা গিয়েছে। তার কারণ, এইচএসবিসি-র সমীক্ষায় ধরা পড়েছে, দীর্ঘ ১৩ মাস পরে পরিষেবা ক্ষেত্রও সঙ্কুচিত হয়েছে। ফলে সার্বিক আর্থিক বৃদ্ধি নিয়েও চিন্তিত লগ্নিকারীরা।

এ বার ভাল বর্ষা হবে কি না, তা নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করার জেরেও শেয়ার বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ দিন বিশেষ করে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়ে যায়, যার জেরে দ্রুত নীচে নেমে আসে সূচকের পারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nestle Maggi row
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE