Advertisement
২৩ এপ্রিল ২০২৪
West Bengal Development

রাজ্যে পা রাখতে চুক্তি আইকিয়ার

বেশ কিছু দিন ধরেই রাজ্যে পা রাখতে আগ্রহ প্রকাশ করছিল আসবাবপত্র তৈরির ব্যবসায় যুক্ত সুইৎজারল্যান্ডের বহুজাতিক সংস্থা আইকিয়া। শুক্রবার পঞ্চম শিল্প সম্মেলনে (বিজিবিএস ২০১৯) সেই পথে আরও এক ধাপ এগিয়ে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের চুক্তি করলে তারা।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১৯
Share: Save:

বেশ কিছু দিন ধরেই রাজ্যে পা রাখতে আগ্রহ প্রকাশ করছিল আসবাবপত্র তৈরির ব্যবসায় যুক্ত সুইৎজারল্যান্ডের বহুজাতিক সংস্থা আইকিয়া। শুক্রবার পঞ্চম শিল্প সম্মেলনে (বিজিবিএস ২০১৯) সেই পথে আরও এক ধাপ এগিয়ে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের চুক্তি করলে তারা। পরে শিল্পমন্ত্রী অমিত মিত্র দাবি করেন, সব কিছু ঠিক চললে হায়দরাবাদের পরে এ রাজ্যেই খুলবে ওই বহুজাতিকের দ্বিতীয় বিপণি। প্রচুর কাজের সুযোগ তৈরি হবে।

মুম্বই, বেঙ্গালুরু ও গুরগাঁওয়ে জমি কিনলেও এখনও পর্যন্ত হায়দরাবাদেই বিপণি খুলেছে আইকিয়া। এ রাজ্যের বাজার সম্পর্কেও আগ্রহী হওয়ায় এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিল তারা। গত অগস্টে ‘এমএসএমই কনক্লেভে’ রাজ্য থেকে আসবাবপত্র তৈরির কাঁচামাল বাঁশ ও প্রাকৃতিক তন্তু (ফাইবার) কেনার সম্ভাবনার ইঙ্গিতও দিয়েছিলেন সংস্থার কর্তারা। অমিতবাবু বলেছিলেন, আইকিয়া ভারত-সহ নানা দেশ থেকে ২,০০০ কোটি টাকার তন্তু কিনবে।

এ দিন শিল্প সম্মেলনের পরে শিল্পমন্ত্রী জানান, হায়দরাবাদে বিপণি খোলার আগে থেকেই আইকিয়া রাজ্যের সঙ্গে কথা বলছিল। এখন তাঁরা এখানে আসার ব্যাপারে মনস্থির করে ফেলেছে। দ্বিতীয় বিপণি হতে পারে এখানে। অমিতবাবু জানান, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতা সংস্থার মূল লক্ষ্য। তাই গণপরিবহণ ব্যবস্থা ভাল, এমন জায়গার সন্ধানে রয়েছে তারা।

আইকিয়ার হাত ধরে কাজের নতুন দরজা খোলার আশাতেও আছে রাজ্য। অমিতবাবুর দাবি, হায়দরাবাদে কয়েক হাজার কাজের সুযোগ গড়েছে আইকিয়া। প্রচুর কমর্সংস্থানের সুযোগ তৈরির কথা জানিয়েছেন এ দিন সম্মেলনে উপস্থিত সংস্থাটির ম্যানেজার (সম্পদ ও সম্প্রসারণ) ডেভিড ম্যাককসল্যান্ডও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IKEA Industry Bengal West Bengal Development
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE