Advertisement
E-Paper

ঢাক বাজিয়ে এল বটে, বিশ্বের অনেক দেশেই কাজ করবে না নোকিয়া ৩৩১০

নস্ট্যালজিয়াকে সম্বল করে ৩৩১০ মডেলকে ফের বাজারে নিয়ে এল নোকিয়া। বার্সেলোনায় ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৭’ অনুষ্ঠানে নোকিয়ার এই মডেল লঞ্চ হওয়ার পর আবেগের বন্যায় ভেসে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। তবে আবেগ, নস্ট্যালজিয়া দিয়েই কি ৩৩১০ তার সেই পুরনো বাজার ফিরে পাবে? প্রশ্নও তুলছেন টেক বিশেষজ্ঞর একাংশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৭ ১৫:৫০
নোকিয়া ৩৩১০-এর অশনি সঙ্কেত!

নোকিয়া ৩৩১০-এর অশনি সঙ্কেত!

নস্ট্যালজিয়াকে সম্বল করে ৩৩১০ মডেলকে ফের বাজারে নিয়ে এল নোকিয়া। বার্সেলোনায় ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৭’ অনুষ্ঠানে নোকিয়ার এই মডেল লঞ্চ হওয়ার পর আবেগের বন্যায় ভেসে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। তবে আবেগ, নস্ট্যালজিয়া দিয়েই কি ৩৩১০ তার সেই পুরনো বাজার ফিরে পাবে? প্রশ্নও তুলছেন টেক বিশেষজ্ঞর একাংশ। বাস্তব পরিস্থিতি বলছে অন্য কথা।

১৭ বছরের ‘শীতঘুম’ কাটিয়ে নোকিয়া ৩৩১০-এর জন্য যে কয়েকটি নতুন ফিচার নিয়ে এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল ইন্টারনেট। ২জি কানেক্টিভিটি থাকছে এই মোবাইলে। আগের মতোই ৯০০ মেগা হার্টজ এবং ১৮০০ মেগা হার্টজ ব্যান্ড সার্পোট করবে। ২জি কানেকশনের জন্য এই ব্যান্ড যথেষ্ট। এই মুহূর্তে ৮৫০, ৯০০, ১৮০০ এবং ১৯০০ মেগা হার্ত্‌জ এই চার ধরনের ব্যান্ড সার্পোট করে সমস্ত মোবাইলে। কিন্তু কোনও ভাবেই ৩-জি বা ৪-জি পরিষেবা পাওয়া যাবে না এই ৩৩১০ মোবাইলে।

আরও পড়ুন- স্যামসাংকে সঙ্গে নিয়ে ৫-জি পরিষেবা আনছে রিলায়্যান্স জিও!

আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরের মতো বিভিন্ন দেশে ২-জি পরিষেবা কার্যত নেই বললেই চলে। একটি ওয়েবসাইটের একটি খবর অনুযায়ী, ভোডাফোন এবং অপটাস টেলিকম সংস্থা ইতিমধ্যেই ২-জি পরিষেবা বন্ধ কর দিয়েছে। সিঙ্গাপুরের টেলকো স্টার্টহাব সংস্থা জানাচ্ছে, সব ধরনের ২-জি মোবাইলে ফোন কল, মেসেজ, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে।

পুরনো চাল (নোকিয়া ৩৩১০) কি ভাতে বাড়বে?

তবে, এইচএমডি গ্লোবাল সংস্থার তরফে জানানো হয়েছে, এই ধরনের সমস্যা তাদের বাজার দখলে বাধা হয়ে দাঁড়াবে না। ওই সংস্থার দাবি মধ্য এশিয়া, আফ্রিকা, এশিয়া পেসিফিক এলাকা এবং ইউরোপের বেশ কিছু দেশে পুরনো তরঙ্গ এখন কাজ করে। সে সব বাজারে নোকিয়া ৩৩১০ জনপ্রিয় হয়ে উঠবে বলে আশাবাদী। কিন্তু, ভারতে যে ভাবে রিলায়্যান্স জিও— পাশাপাশি অন্যান্য টেলিকম সংস্থার ৪-জি পরিষেবা নিয়ে ইঁদুর দৌড় চলছে, সেখানে নোকিয়া ৩৩১০-র কতটা জৌলুস থাকবে সে নিয়ে অনিশ্চিত থেকেই যাচ্ছে।

Nokia 3310 Reliance Jio 4G
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy