কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ার পরে কেব্ল টিভি ও ডিটিএইচের নতুন নিয়ম চালু নিয়ে তৈরি হয়েছিল সংশয়। আদালতে সেই জট কাটল বৃহস্পতিবার। ফলে আজ থেকে নতুন মাসুলে গ্রাহকের পছন্দের চ্যানেল দেখার ব্যবস্থায় আর কোনও বাধা রইল না। নিয়ন্ত্রক সংস্থা ট্রাই স্পষ্ট জানাল, গ্রাহক যে সমস্ত চ্যানেল দেখতে চান তার তালিকা স্থানীয় কেব্ল অপারেটরের (এলসিও) মাধ্যমে মাল্টি সিস্টেম অপারেটরের (এমএসও) কাছে জমা দিয়ে থাকলে, শুক্রবার থেকেই সেগুলি দেখতে পাবেন। অবশ্যই নতুন মাসুল হার অনুযায়ী।
সম্প্রতি এলসিওদের একাংশ চ্যানেল সংস্থা ও এমএসওদের সঙ্গে চ্যানেলের দাম ভাগাভাগির পদ্ধতি নিয়ে আপত্তি তুলে মামলা করেছিলেন। তাতে মঙ্গলবার বিচারপতি অরিন্দম সিংহ ২০১৭ সালের ৩ মার্চ জারি হওয়া ট্রাইয়ের নির্দেশিকার উপর ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন। তার পরেই সময়ে নতুন কেব্ল বিধি চালু হবে কিনা, সে প্রশ্ন তোলে সংশ্লিষ্ট মহল। তবে বৃহস্পতিবার সেই স্থগিতাদেশ পরিমার্জন করেছেন সিংহ। জানিয়েছেন, ট্রাইয়ের নির্দেশিকা মেনে যে সব এলসিও এবং এমএসও মাসুল ভাগাভাগি নিয়ে চুক্তি করেননি, তাঁদের ৮ ফেব্রুয়ারির মধ্যে তা সারতে হবে।
পরে দিল্লিতে চ্যানেল সংস্থা, এমএসও, এলসিও, ডিটিএইচ ও হিটস অপারেটরদের সঙ্গে বৈঠকের শেষে ট্রাই জানায়, ওই রায়ের ফলে আজ থেকে সমস্ত পরিষেবাতেই নতুন ব্যবস্থা চালু হচ্ছে।