Advertisement
১৪ ডিসেম্বর ২০২৪
news of sensex

আশা জাগিয়ে ফের ব্যর্থ বাজার, এফএমসিজি এবং অটো ক্ষেত্রে ধস, ৮২০ পয়েন্ট নামল সেনসেক্স

১.৭ শতাংশ কমে গিয়ে নিফটি দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৩৩ পয়েন্টে। মিড- এবং ছোট-ক্যাপ সূচকগুলিও নিম্নমুখী।

Nifty and Sensex slipped as a steep drop in auto and FMCG stocks on 12 November 2024

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৭:৩৭
Share: Save:

দিনের শুরুতে আশা জাগালেও ফের বিনিয়োগকারীদের মাথায় হাত পড়ল সপ্তাহের দ্বিতীয় দিনেও। অটো এবং এফএমসিজি সেক্টরে ধস নামার ফলে ফের নীচের দিকেই থাকল সেনসেক্সের সূচক। এমনকি দূর্বল হয়ে থাকল নিফটিও। ৮২০ পয়েন্ট পড়ে ৭৮ হাজার ৬৭৫ এ থামল সেনসেক্স। ২৫৭.৮০ পড়ে নিফটি স্থির হল ২৩ হাজারের নীচে। ১.৭ শতাংশ কমে গিয়ে নিফটি দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৩৩ পয়েন্টে। মিড- এবং ছোট-ক্যাপ সূচকগুলিও নিম্নমুখী। টাটা মোটরস, এমএন্ডএম, মারুতি সুজুকি এবং বাজাজ অটোর মত বড় বড়় গাড়ি নির্মাতা সংস্থাগুলির শেয়ারে ধাক্কা লাগায় সামগ্রিক বাজারেও তার প্রভাব পড়েছে। নিফটি অটো প্রায় ২ শতাংশ কমেছে৷ একই পথ অনুসরণ করেছে এফএমসিজি স্টকগুলিও। দাম কমেছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, নেসলে এবং এইচইউএলের দাম কমেছে টানা কয়েকদিন।

গত সপ্তাহের শেষ দু’দিনে সেনসেক্স নেমেছিল প্রায় ৯০০ পয়েন্ট। সর্বোচ্চ জায়গা ৮৫,৮৩৬ থেকে ৬৩৫০ (৭.৪০%) নীচে নেমে যায় সূচক। আমেরিকায় ২৫ বেসিস সুদ পয়েন্ট ছাঁটাইও পতন রুখতে পারেনি। গতকালও গাড়ি নির্মাণকারী, এফএমসিজি, স্বাস্থ্য, সংকর ধাতু, তেল ও গ্যাস এবং মিডিয়া কোম্পানিগুলির শেয়ারের সূচক নেমেছিল ০.৫ থেকে এক শতাংশ। নাগাড়ে বিদেশি লগ্নি বেরিয়ে যাওয়ায় পড়তি বাজারে সাময়িক প্রাণ সঞ্চার করেছিল আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের জয়। গত সপ্তাহে মঙ্গল এবং বুধবার সেনসেক্স ওঠে মোট ১৫৯৫ পয়েন্ট। সোমবার, ১১ নভেম্বর ঊর্ধ্বমুখী হয়েছিল সেনসেক্স। যদিও পড়ে যায় নিফটির সূচক। গতকাল সেনসেক্সের সূচক থেমেছিল ৭৯,৪৯৬.১৫ পয়েন্টে।

অন্য বিষয়গুলি:

sharemarket Nifty Sensex downs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy