প্রথমে ৫০% আমদানি শুল্ক। তার পরে শুল্ক ইস্পাত এবং অ্যালুমিনিয়ামে। শেষে এইচ-১বি ভিসার খরচ বৃদ্ধি এবং ওষুধে ১০০% শুল্কের সিদ্ধান্ত। ভারতের উপরে চাপ বাড়ানোর জন্য একের পর এক পদক্ষেপ করে চলেছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকার। শুক্রবার সরাসরি উত্থাপন না করলেও শুল্কের ব্যাপারে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর বক্তব্য, পৃথিবীর অন্য প্রান্তের কোনও সিদ্ধান্তে যখন দেশের অর্থনীতি প্রভাবিত হচ্ছে, তখন ভারত দর্শকের ভূমিকায় বসে থাকতে পারে না। একই দিনে বিষয়টি নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ও অর্থ দফতরের মুখ্য উপদেষ্টা অমিত মিত্র।
এ দিন দিল্লিতে ‘কৌটিল্য ইকনমিক কনক্লেভ ২০২৫’-এর উদ্বোধনী বক্তৃতায় নির্মলা বলেন, ‘‘আমাদের অর্থনীতি বিকশিত হচ্ছে। এই ধরনের ধাক্কা সামাল দেওয়ার ক্ষেত্রেও ভারত শক্তির পরিচয় দিয়েছে। এখন ভারত যে পদক্ষেপ করবে, তার উপরে ভিত্তি করেই নির্ধারিত হবে ভবিষ্যতে বিশ্বে আমাদের অবস্থান কী হবে।... আজকের বিশ্বের অন্যত্র ঘটা কোনও সিদ্ধান্ত আমাদের প্রভাবিত করে। এই ব্যবস্থায় আমাদের সক্রিয় ভাবে অংশগ্রহণ করতে হবে।’’ একই কর্মসূচিতে রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্রের দাবি, বিশ্বে অনিশ্চয়তার মধ্যে ভারতীয় অর্থনীতি স্থায়িত্বের ভিতের কাজ করছে।
অন্য দিকে অমিতের অভিযোগ, আমেরিকার শুল্ক ভারতীয় শিল্প ও কর্মসংস্থানকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। তাঁর কথায়, ‘‘আবারও অনিশ্চয়তা! আলিঙ্গনের কূটনীতি এবং ‘হাউডি মোদীর’ জবাবে ‘ইস বার ট্রাম্প সরকার’ এবং ‘নমস্তে ট্রাম্প’ পুরোপুরি ব্যর্থ হল।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)