Advertisement
০৯ অক্টোবর ২০২৪
NITI Ayog

দেশে মন্দার পরিস্থিতি নেই, বিশ্বব্যাপী শিল্পের গতি মন্থর, দাবি এসবিআই চেয়ারম্যানের

একই সঙ্গে উদ্বেগের কথাও শোনা গিয়েছে রজনীশ কুমারের মুখে।

এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার। —ফাইল চিত্র

এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৯ ১৭:৪৩
Share: Save:

শুক্রবারই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার বলেছিলেন শিল্পক্ষেত্রে ‘৭০ বছরে অভূতপূর্ব সঙ্কট’। আর্থিক ক্ষেত্রে অবিশ্বাসের বাতাবরণ। তার ২৪ ঘণ্টার মধ্যেই কার্যত সেই দাবি নস্যাৎ করলেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)-এর চেয়ারম্যান রজনীশ কুমার। তাঁর দাবি, দেশে মন্দার পরিস্থিতি নেই। স্বচ্ছন্দ অবস্থায় রয়েছে ব্যাঙ্কগুলি। যদিও বিশ্বব্যাপী শিল্প-বিনিয়োগে ধীর গতির প্রভাব যে ভারতেও পড়েছে, তাউঠে এসেছে রজনীশের কথায়। তিনি বলেন, সারা বিশ্বে ঝড় উঠলে তার প্রভাবমুক্ত থাকতে পারে না ভারতও। শুক্রবার অর্থমন্ত্রী যে সব পদক্ষেপ করেছেন, সেগুলি যথোপযুক্ত বলেও সওয়াল করেছেন এসবিআই চেয়ারম্যান।

ব্যাঙ্কগুলির পারফরম্যান্স এবং দেশের সম্পদ তৈরিতে তার ভূমিকা— শনিবার গুয়াহাটিতে এই সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেন রজনীশ কুমার। সেখানেই তিনি বলেন, ‘‘অস্থাবর সম্পত্তি এবং ধার দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলির জন্য সঠিক পদক্ষেপ করেছেসরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক। ধার দেওয়ার ক্ষেত্রে যে সব সমস্যা এবং প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছিল, সেগুলির মোকাবিলায় যথাযথ উপায় বাতলেছেন অর্থমন্ত্রী, আরও কিছু পদক্ষেপ করার ঘোষণা করেছেন, যা সেক্টরভিত্তিক হতে পারে।’’

তবে একই সঙ্গে উদ্বেগের কথাও শোনা গিয়েছে রজনীশ কুমারের মুখে। তিনি বলেন, ‘‘এসবিআই-এর মতো ব্যাঙ্ক যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে। যেটা দরকার, সেটা হল আয়ের উৎস এবং ধার দেওয়ার ক্ষমতা বাড়ানো। মানুষ এখন নিজের গাড়ি কেনার চেয়ে ওলা-উবার-এ বেশি চড়ছেন। সারা বিশ্বেই চাহিদায় বিরাট পরিবর্তন এসেছে। গোটা বিশ্বেই এই ট্রেন্ড দেখা যাচ্ছে এবং ভারতও তার ব্যতিক্রম নয়।’’

শিল্পক্ষেত্র এবং বিশেষ করে আর্থিক ক্ষেত্র নিয়ে শুক্রবার তীব্র উদ্বেগ প্রকাশ করেছিলেন নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান রাজীব কুমার। বলেছিলেন, গত ৭০ বছরে এমন পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু শিল্পক্ষেত্রে এবং বিশেষ করে গাড়ি শিল্পে সঙ্কটের কথা উল্লেখ করে এসবিআই চেয়ারম্যানের দাবি, আর্থিক মন্দার পরিস্থিতি নেই দেশে। তিনি বলেন, ‘‘অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বিক্রি কমে যাওয়ার প্রবণতা সারা বিশ্বেই। ভারতের জনবৈচিত্র পাল্টায়নি। যুব সমাজের উচ্চাশাতেও বদল হয়নি। কিন্তু আমরাও বিশ্ব অর্থনীতির অংশ। যখন সারা বিশ্বেই কোনও ঝড় ওঠে, আমরাও তার বাইরে থাকতে পারি না।’’

আরও পড়ুন: আরও ১১৪টি যুদ্ধবিমান কিনছে বায়ুসেনা, বরাত দেওয়ার তোড়জোড় শুরু

আরও পড়ুন: ‘খুব বিপদে আছি’, বিমানে রাহুলকে পেয়ে ক্ষোভে কেঁদে ফেললেন কাশ্মীরের মহিলা, দেখুন ভিডিয়ো

শুক্রবারই আবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ৭০ হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এ েছাড়া শিল্পক্ষেত্রের পুনরুজ্জীবন এবং আর্থিক বৃদ্ধিতে গতি আনতে এক গুচ্ছ দাওয়াইয়ের কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। সেই প্রসঙ্গেই এ দিন রজনীশ কুমার বলেন, ‘‘অর্থমন্ত্রী যে ঘোষণাগুলি করেছেন, সেগুলি খুবই কার্যকরী। আমি মনে করি, ব্যাঙ্কিং এবং করের ক্ষেত্রে নানা ধোঁয়াশা দূর করতে এই পদক্ষেপগুলি খুবই তাৎপর্যপূর্ণ।’’

অন্য বিষয়গুলি:

SBI Rajnish Kumar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE