Advertisement
E-Paper

কিমের বোমায় কাঁপল বাজার

ভারতে এ দিন সেনসেক্স প্রায় ১৯০ পয়েন্ট পড়ে থামে ৩১,৭০২.২৫ অঙ্কে। নিফ্‌টি ৬১.৫৫ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৯৯১২.৮৫। ডলারে টাকার দাম অবশ্য অনিশ্চিত বাজারেও ৩ পয়সা পড়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৭ ০০:৫৫

উত্তর কোরিয়ার বোমা বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়িয়ে কাঁপিয়ে দিল শেয়ার বাজারকে।

রবিবার শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের ধাক্কা সোমবার প্রথমেই আসে ভারত-সহ এশীয় বাজারে। বাজার খোলার পরে আতঙ্ক গ্রাস করে ইউরোপকেও। উত্তর কোরিয়ার শাসক কিম জন উন আমেরিকার ভূখণ্ড তাঁদের নাগালে বলে হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে বলে বাজার সূত্রের খবর। মার্কিন প্রেসিডেন্টও পাল্টা আঘাতের কথা বলায় ঝুঁকি এড়াতে বিক্রির পথই বেছে নেন লগ্নিকারীরা।

ভারতে এ দিন সেনসেক্স প্রায় ১৯০ পয়েন্ট পড়ে থামে ৩১,৭০২.২৫ অঙ্কে। নিফ্‌টি ৬১.৫৫ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৯৯১২.৮৫। ডলারে টাকার দাম অবশ্য অনিশ্চিত বাজারেও ৩ পয়সা পড়েছে। ফলে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৪.০৫ টাকা।

এশীয় বাজারে সবচেয়ে বেশি পড়েছে জাপানের সূচক নিক্কেই ও চিনের হ্যাংসেং। ইউরোপেও পড়েছে এফটিএসই১০০, ড্যাক্স, সিএসি৪০। মার্কিন বাজার এ দিন বন্ধ ছিল।

তবে বিশেষজ্ঞদের ধারণা, বাজার কিছুটা অনিশ্চিতই থাকবে। কারণ, আত্মরক্ষার লক্ষ্যে ঘুঁটি সাজাচ্ছে দক্ষিণ কোরিয়াও। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আমেরিকা যে ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থা মোতায়েন করেছে, তা শক্তিশালী করার পরামর্শ দিয়েছে তারা। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রবিবারের হাইড্রোজেন বোমা ছিল ৫০ কিলো-টন ক্ষমতার। ১৯৪৫-এ হিরোশিমায় আমেরিকার ফেলা বোমার থেকেও ৩ গুণ শক্তিশালী।

Kim Jong-un উত্তর কোরিয়া North Korea শেয়ার বাজার জাপান সেনসেক্স
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy