দেশে অনলাইনে আর্থিক লেনদেন যত বাড়ছে, তত পাল্লা দিয়ে সামনে আসছে জালিয়াতির অভিযোগ। খোদ এই ক্ষেত্রের নিয়ন্ত্রক এনপিসিআই জানাচ্ছে, শেয়ার বাজার, স্থায়ী আমানত (এফডি), মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে বিরাট রিটার্নের প্রলোভন দিয়ে ফাঁদ পাতা হচ্ছে। অজানা প্রতারক থাকছে চোখের আড়ালে। তাতে পা দিলেই নিমেষে খালি হয়ে যাচ্ছে গ্রাহকের অ্যাকাউন্ট। সাইবার প্রতারণা রুখতে বহু দিন ধরেই গ্রাহককে সচেতন করার প্রচার চালাচ্ছে এনপিসিআই। বুধবার তারা ফের নির্দেশিকা জারি করল।
নির্দেশিকায় বলা হয়েছে লগ্নির আগে সংশ্লিষ্ট সংস্থা, ওয়েবসাইট, ই-মেল, ফোন নম্বর ইত্যাদির বৈধতা যাচাই করা জরুরি। বহু গ্রাহকের অভিযোগ, দ্রুত লগ্নির জন্য চাপ দেওয়া হয়। এনপিসিআই তাতে কান দিতেই বারণ করেছে। বরং বলেছে, চড়া রিটার্ন কিংবা দ্রুত লগ্নি করতে বলা হচ্ছে দেখলেই সাবধান হতে হবে। উল্টে সময় নিতে হবে। সংশ্লিষ্ট সংস্থা, সাইট, প্রকল্প ইত্যাদি সম্পর্কে খতিয়ে দেখতে হবে। সিদ্ধান্ত নিতে হবে অর্ধেক নয়, পুরোটা বিস্তারিত জেনে। ব্যাঙ্ক বা ব্যক্তিগত তথ্য গোপন রাখার কথা বলেছে তারা। এমনকি অনলাইনে লগ্নির প্রবণতা যতটা সম্ভব এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে। সেই সঙ্গে বার্তা, সমস্যা হলে সঞ্চার সাথি অ্যাপে কিংবা ১৯৩০-এ কল করে অভিযোগ জানানো যেতে পারে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)