বাংলাদেশের অস্থির রাজনৈতিক ও আর্থিক অবস্থার পরেও সেখানে হাই স্পিড ডিজ়েল পাঠানোয় নজির গড়ল অসমের নুমালিগড় রিফাইনারি (এনআরএল)। সংস্থা বার্ষিক রিপোর্টে প্রকাশ, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন দিয়ে ৩৮,০০০ টন ডিজ়েল গিয়েছিল। ২০২৪-২৫ সালে গিয়েছে ৭৯,০০০ টন। গত অর্থবর্ষে পড়শি দেশে ডিজ়েল ও প্যারাফিন মোম রফতানি করে সংস্থা আয় করেছে ৪৬২.৭১ কোটি টাকা। নুমালিগড়ের এমডি ভাস্কর জ্যোতি ফুকন জানান, বাংলাদেশের অর্থনীতি সমস্যায় থাকলেও, তার প্রভাব ততটা পড়েনি। সংস্থা সেখানে মাসে ৮০০০ টন ডিজ়েল পাঠায়। পরের বছর হতে পারে ১০,০০০-১২,০০০ টন।
এনআরএলের বার্ষিক সাধারণ সভার পরে অয়েল ইন্ডিয়ার সিএমডি রঞ্জিৎ রথ ও ফুকনের দাবি, তিন বছরে কাজ শুরু করবে বিশ্বের প্রথম বাঁশ থেকে ইথানল তৈরির কারখানা। এ জন্য ব্যবহৃত বাঁশকে ঘিরে গড়ে উঠবে ২০০ কোটি টাকার আর্থিক কর্মকাণ্ড। ৬০ লক্ষ চারা চাষিদের দেওয়া হয়েছে। শোধনাগারের ২০০-৩০০ বর্গ কিমি এলাকা থেকে বাঁশ আসবে। প্রতিটির জন্য ৬৫-৭০ টাকা পাবেন চাষিরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)