Advertisement
E-Paper

ভোট ভেবেই কবুল রাজস্ব কমার ঝক্কি

মধ্যবিত্ত ও ব্যবসায়ীদের মন জিততে যে সরকার মরিয়া, তা স্পষ্ট করে দু’দিন আগেই ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়াল টুইট করেন, দরিদ্র, মহিলা, কৃষক, প্রবীণ— সকলের হাতেই বাড়তি অর্থ তুলে দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৮ ০৩:১৫
মরিয়া: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে পীযূষ গয়াল। ছবি: পিটিআই।

মরিয়া: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে পীযূষ গয়াল। ছবি: পিটিআই।

একে রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে দমছুট হচ্ছে কেন্দ্র। গত অর্থবর্ষে তা ফস্কেওছে। তার উপরে জিএসটি আদায় কম হওয়ায় বিপুল ক্ষতিপূরণ দিতে হচ্ছে রাজ্যগুলিকে। তা সত্ত্বেও ভোটের মুখে দাঁড়িয়ে দু’দিন আগে ৫০টিরও বেশি পণ্যে কর কমিয়েছে মোদী সরকার। অর্থ মন্ত্রকের সূত্রের দাবি, এর জন্য ১৫ হাজার কোটি টাকা রাজস্ব খোয়ানোর বোঝা বইতে হবে তাদের। তবে কেন্দ্রের পাল্টা যুক্তি কর কমলে তা দেওয়ার আগ্রহ বাড়বে। ফলে আখেরে রাজস্ব আদায় বাড়বে বই কমবে না। বিরোধীরা অবশ্য তাতেও আক্রমণ থেকে সরছে না। বলছে, ভোট ভেবেই এত দরাজ হচ্ছে তারা।

মধ্যবিত্ত ও ব্যবসায়ীদের মন জিততে যে সরকার মরিয়া, তা স্পষ্ট করে দু’দিন আগেই ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়াল টুইট করেন, দরিদ্র, মহিলা, কৃষক, প্রবীণ— সকলের হাতেই বাড়তি অর্থ তুলে দেওয়া হয়েছে। আরও এক ধাপ এগিয়ে সোমবার ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি-র সভায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, সরকার আরও পণ্যে জিএসটি কমাতে তৈরি। আর গয়ালের দাবি, ‘‘তিন মাসে রিটার্ন জমার সুযোগ দিতে বছরে ব্যবসার ঊর্ধ্বসীমা ৫ কোটি করা হয়েছে। তা আরও বাড়ানো যেতে পারে।’’

আশঙ্কা

• ৫০টিরও বেশি পণ্যে জিএসটি কমায় কেন্দ্রকে গুনতে হবে ১৫ হাজার কোটির রাজস্ব ক্ষতি।

• হিসেবের বাইরে চলে যেতে পারে রাজকোষ ঘাটতি।

• জুনে ২৯টি রাজ্যের মধ্যে ২৮টিকেই রাজস্ব খাতে ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্রকে।

কেন্দ্রের দাবি

• করের হার কমায় আখেরে রাজস্ব বাড়বে।

• সরকার আরও পণ্যে জিএসটি কমাতে তৈরি।

বিরোধীদের কটাক্ষ

• এত টাকার রাজস্ব ক্ষতি মিটবে কোথা থেকে?

• জের কতটা খতিয়ে না দেখেই আলোচ্যসূচির বাইরের পণ্যে কর কমানোর সিদ্ধান্ত হয়েছে।

বিরোধীদের অভিযোগ, কেন্দ্র আমজনতার মন জিততে আলোচ্যসূচিতে ছিল না এমন পণ্যেরও জিএসটি কমিয়েছে। পঞ্জাবের অর্থমন্ত্রী মনপ্রীত সিংহ বাদল বলেন, এ নিয়ে রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গেও ঠিকমতো কথা বলা হচ্ছে না। কেরলের অর্থমন্ত্রী টমাস আইজ্যাকেরও অভিযোগ, ‘‘রাজস্ব আয়ে জের খতিয়ে না দেখেই আলোচ্যসূচির বাইরে ছোট টিভি, ফ্রিজের কর কমানো হয়েছে।’’ তবে গয়ালের পাল্টা যুক্তি, ‘‘বৈঠকে সব সিদ্ধান্ত সর্বসম্মতিতেই হয়েছে। এতে রাজস্ব আদায় কমবে না, বরং বাড়বে।’’

ফলে প্রশ্ন উঠছে, শেষে মন পাওয়ার লক্ষ্যে এতটা রাজস্ব কমার ঝক্কিও বইতে আপত্তি নেই সরকারের?

Tax GST Piyush Goyal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy