কর্মী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) নিয়মকানুনে সম্প্রতি কিছু পরিবর্তন এনেছে সংস্থার কেন্দ্রীয় অছি পরিষদ। তাতে কোনও কোনও ক্ষেত্রে টাকা তোলায় অপেক্ষার সময় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের সমস্যা হবে বলে অভিযোগ বিরোধী দলগুলির। এই নিয়ম পরিবর্তনের বিরুদ্ধে মুখ খুলেছে কংগ্রেস, তৃণমূল-সহ বেশ কয়েকটি দল। তাদের বক্তব্য, মোদী সরকারের আর্থিক নীতির ফলে সাধারণ মানুষের যন্ত্রণা বেড়েছে। কেন্দ্র অবশ্য এই অভিযোগ খারিজ করে দিয়েছে।
পিএফের নিয়মে বদল এনে কর্তৃপক্ষ জানিয়েছেন, ৫৫ বছর বয়সের আগে কোনও সদস্য চাকরি ছেড়ে তহবিল তুলতে চাইলে তাঁকে ১২ মাস অপেক্ষা করতে হবে। আগে করতে হত দু’মাস। পাশাপাশি, চাকরির মেয়াদ ১০ বছর পূর্ণ হওয়ার আগে কেউ পেনশন অ্যাকাউন্টের টাকা তুলতে চাইলে তাঁকে আগের দু’মাসের জায়গায় অপেক্ষা করতে হবে ৩৬ মাস। এ ছাড়া পিএফ অ্যাকাউন্টে মোট জমা টাকার ন্যূনতম ২৫% অবসরের আগে পর্যন্ত তোলা যাবে না।
কংগ্রেসের বক্তব্য, এই পরিবর্তনের ফলে সবচেয়ে সমস্যায় পড়বেন কর্মহীন হয়ে পড়া মানুষ। মোদী সরকার দেশের অর্থ ব্যবস্থাকে ঠিক মতো পরিচালনা করতে না পারায় চাকরিজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সমস্ত পরিবর্তন স্থগিত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে তারা। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়ের অবশ্য দাবি, বিরোধীদের ধারণা ভুল। আদতে বিধি সহজ করে পিএফ তহবিল থেকে টাকা তোলা আরও সুবিধাজনক করে দেওয়া হয়েছে। কমানো হয়েছে আবেদনের শ্রেণি এবং শর্ত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)