Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সহজে ব্যবসার শর্ত পূরণই লক্ষ্য ওড়িশার

বিনিয়োগমুখী নীতি, জমি-ব্যাঙ্ক ও আর্থিক সুবিধার ঝুলি নিয়ে ভিন্‌ রাজ্যের লগ্নিকারীদের দরজায় কড়া নাড়ছে ওড়িশা। আগামী মাসে ‘মেক ইন ওড়িশা’ সম্মেলনের জন্য লগ্নিকারী টানতে কলকাতায় বৃহস্পতিবার বণিকসভা সিআইআই-এর একটি অনুষ্ঠানে যোগ দেন ওড়িশার শিল্পমন্ত্রী দেবীপ্রসাদ মিশ্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ০৩:০৫
Share: Save:

বিনিয়োগমুখী নীতি, জমি-ব্যাঙ্ক ও আর্থিক সুবিধার ঝুলি নিয়ে ভিন্‌ রাজ্যের লগ্নিকারীদের দরজায় কড়া নাড়ছে ওড়িশা।

আগামী মাসে ‘মেক ইন ওড়িশা’ সম্মেলনের জন্য লগ্নিকারী টানতে কলকাতায় বৃহস্পতিবার বণিকসভা সিআইআই-এর একটি অনুষ্ঠানে যোগ দেন ওড়িশার শিল্পমন্ত্রী দেবীপ্রসাদ মিশ্র। সেখানেই তিনি জানান, আগামী দশ বছরে রাজ্যে আড়াই লক্ষ কোটি টাকার পুঁজি টানার লক্ষ্যে এগোচ্ছে তাঁর সরকার। সঙ্গে ৩০ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করতে চায় তারা। মূলত উৎপাদন শিল্প ও পর্যটনে লগ্নি টানতে পশ্চিমবঙ্গের শিল্পমহলের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

বস্তুত, বিনিয়োগ টানার জন্য ওড়িশার অন্যতম বাজি সহজে ব্যবসা করার সুযোগ। এ নিয়ে বিশ্বব্যাঙ্কের তৈরি তালিকায় দেশে ওই রাজ্যের স্থান ছিল সপ্তমে। বিশেষ আর্থিক অঞ্চল নীতি, স্টার্ট-আপ নীতি, শিল্প পার্ক গড়তে বেসরকারি সংস্থাকে ১০ কোটি টাকা পর্যন্ত দেওয়ার প্রতিশ্রুতি ও আড়াই লক্ষ একরের জমি-ব্যাঙ্ক সমেত একগুচ্ছ সুবিধা নিয়ে পশ্চিমবঙ্গ, তেলেঙ্গনা, অন্ধ্রপ্রদেশের সঙ্গে টক্কর দিতে তাঁরা প্রস্তুত বলে জানান মিশ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Center Orissa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE