Advertisement
E-Paper

মুখ তুলছে সিমেন্ট, বিদ্যুৎ, তেলশোধন

আর্থিক বৃদ্ধির হাল ফেরার দিনেই দেশের আটটি পরিকাঠামো শিল্পের উৎপাদনেও জানুয়ারিতে কিছুটা গতি ফেরার কথা জানাল সরকারি পরিসংখ্যান। ২০১৮-র জানুয়ারিতে এই ক্ষেত্রের বৃদ্ধি ছুঁয়েছে ৬.৭%। ডিসেম্বরে তা ছিল ৪.২%, নভেম্বরে ৭.৪%।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৮ ০৪:২১

আর্থিক বৃদ্ধির হাল ফেরার দিনেই দেশের আটটি পরিকাঠামো শিল্পের উৎপাদনেও জানুয়ারিতে কিছুটা গতি ফেরার কথা জানাল সরকারি পরিসংখ্যান। ২০১৮-র জানুয়ারিতে এই ক্ষেত্রের বৃদ্ধি ছুঁয়েছে ৬.৭%। ডিসেম্বরে তা ছিল ৪.২%, নভেম্বরে ৭.৪%। গত বছরের জানুয়ারির হার ছিল অনেকটাই কম ৩.৪%।

মূলত তেল শোধনাগার ও সিমেন্ট শিল্পে উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়ার কারণেই পরিকাঠামো শিল্প জানুয়ারিতে ছন্দে ফিরেছে। শোধনাগারের উৎপাদন বেড়েছে ১১%। সিমেন্ট শিল্পের বৃদ্ধি ২০.৭%। গত বছর এই শিল্পে উৎপাদন সরাসরি কমেছিল ১৩.৩%। বিদ্যুৎ উৎপাদনও জানুয়ারিতে বেড়েছে ৮.২%। ২০১৭-র জানুয়ারির হার ৫.২%। কয়লা ও ইস্পাত উৎপাদন বেড়েছে যথাক্রমে ৩% ও ৩.৭%। তবে হতাশ করেছে অশোধিত তেল উৎপাদন। তা কমেছে ৩.২%। সার উৎপাদনও কমেছে ১.৬%, প্রাকৃতিক গ্যাস ১%।

চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জানুয়ারির হিসেব ধরলে পরিকাঠামো শিল্পে বৃদ্ধির হার অবশ্য এগিয়েছে ঢিমেতালেই। আগের অর্থবর্ষের একই সময়ে তা ৫.১ শতাংশে থাকলেও, এ বার তা কমে হয়েছে ৪.৩%।

প্রসঙ্গত, জানুয়ারিতে শিল্প বৃদ্ধির হারে পরিকাঠামো ক্ষেত্রের প্রভাব পড়বে বলেই মত বিশেষজ্ঞদের। কারণ, শিল্পোৎপাদন কতটা বাড়বে, তা হিসেব করতে পরিকাঠামোর গুরুত্ব প্রায় ৪১%। তাঁদের আশা, সে ক্ষেত্রে জানুয়ারিতে কল-কারখানার উৎপাদনও ছন্দে ফিরবে।

petroleum refinery Electricity cement industry Output rise
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy