Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নামল সার্বিক, খুচরো মূল্যবৃদ্ধি

খাদ্যপণ্যের দাম কমায় খুচরো ও পাইকারি, দুই বাজারেই কমলো মূল্যবৃদ্ধির হার। অক্টোবরে তা দাঁড়াল যথাক্রমে ৪.২০% ও ৩.৩৯%। কেন্দ্রের পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের জেরে আগামী কয়েক মাসে ওই হার আরও নামবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৬ ০২:৩৯
Share: Save:

খাদ্যপণ্যের দাম কমায় খুচরো ও পাইকারি, দুই বাজারেই কমলো মূল্যবৃদ্ধির হার। অক্টোবরে তা দাঁড়াল যথাক্রমে ৪.২০% ও ৩.৩৯%। কেন্দ্রের পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের জেরে আগামী কয়েক মাসে ওই হার আরও নামবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আর এ সবের হাত ধরে আগামী মাসে ঋণনীতি পর্যালোচনায় রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমাবে বলে আশায় বুক বাঁধতে শুরু করেছে শিল্পমহল। দেশের আর্থিক বৃদ্ধির চাকায় গতি আনার জন্য যা জরুরি বলে মনে করছে তারা।

সেপ্টেম্বরেও খানিকটা কমেছিল এই দুই বাজারের মূল্যবৃদ্ধি। তার উপর এ দিন প্রকাশিত সরকারি পরিসংখ্যান বলছে, অক্টোবরে ৪.২০% খুচরো মূল্যবৃদ্ধির হার গত ১৪ মাসের মধ্যেই সবচেয়ে কম। যে-কারণে লগ্নিকারী ও ক্রেতাদের স্বার্থরক্ষায় সুদ কমানোর পক্ষে এটা আদর্শ সময় বলে মনে করছে ফিকি-র মতো বণিকসভাগুলি। তাদের দাবি সুদ কমানো হোক অন্তত ৫০ বেসিস পয়েন্ট।

পরিসংখ্যান বলছে, এই সময়ে খুচরো ও পাইকারি বাজারে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার কমে হয়েছে ৩.৩২% ও ৪.৩৪%। আগের মাসে তা ছিল যথাক্রমে ৩.৮৮% ও ৫.৭৫%।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Retail price Economist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE