E-Paper

কাশ্মীর ভ্রমণের প্যাকেজ বাতিল, ধাক্কা জম্মু ভ্রমণেও, আইআরসিটিসির ভরসা এখন উত্তরের পাহাড়

আইআরসিটিসি-র কর্তারা জানাচ্ছেন, পর্যটকদের মধ্যে আস্থা না ফেরা পর্যন্ত কাশ্মীর ভ্রমণের প্রকল্প বিক্রি বন্ধ।

ফিরোজ ইসলাম 

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০৭:৪৫
পহেলগামে জঙ্গি হামলার স্থল।

পহেলগামে জঙ্গি হামলার স্থল। —ফাইল চিত্র।

কাশ্মীরের পহেলগামে জঙ্গিদের হাতে পর্যটক হত্যা কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। যার আঁচ টের পাচ্ছে আইআরসিটিসি-ও। অন্যান্য বার এ রাজ্যে গরমের ছুটিতে পহেলগামের পাশাপাশি গুলমার্গ, শোনমার্গ ঘুরতে যাওয়ার হুড়োহুড়ি পড়ে। এ বার তা উধাও। কলকাতা-সহ পূর্ব ভারত থেকে রেল এবং উড়ানে কাশ্মীর ভ্রমণের সমস্ত প্যাকেজ বুকিং বাতিল হয়েছে। ধাক্কা লেগেছে জম্মু কেন্দ্রিক ভ্রমণেও। বেগতিক বুঝে এ রাজ্যের পর্যটকদের কাছে উত্তরের পাহাড়কেই বিকল্প হিসেবে দাঁড় করাচ্ছে রেল।

আইআরসিটিসি-র কর্তারা জানাচ্ছেন, পর্যটকদের মধ্যে আস্থা না ফেরা পর্যন্ত কাশ্মীর ভ্রমণের প্রকল্প বিক্রি বন্ধ। পরিবর্তে কলকাতা থেকে দার্জিলিং, কালিম্পং বা সিকিম সফরে জোর দেওয়া হচ্ছে। বিশেষ রূপে আনা হচ্ছে ডুয়ার্স, নৈনিতাল, হরিদ্বার, পুরী এবং চিল্কা ভ্রমণকেও।

কাশ্মীর যেতে যাত্রীদের পছন্দের ট্রেনগুলির মধ্যে রয়েছে হাওড়া থেকে হিমগিরি, শিয়ালদহ থেকে হামসফর এবং কলকাতা থেকে জম্মুতাওয়াই এক্সপ্রেস। সংস্থার হিসাব, হিমগিরি এবং হামসফরে জম্মু হয়ে কাশ্মীর যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন কয়েকশো পর্যটন। এর বাইরে উড়ানের যাত্রীরাও রয়েছেন। ক্ষতি পোষাতে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দেভারত এবং ডুয়ার্স হয়ে আলিপুর দুয়ারগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসের বাতানুকূল শ্রেণিতে নিশ্চিত টিকিট-সহ একাধিক প্যাকেজ এনেছে সংস্থা। প্রতি শনিবার তার আওতায় যাত্রীদের নিয়ে যাওয়া হবে। পাঁচ রাত্রি-ছ’দিনের দার্জিলিং, কালিম্পং ছাড়াও সিকিম এবং ডুয়ার্সেও প্যাকেজ ভ্রমণের নানা রকম সুবিধা আনা হয়েছে।

আইআরসিটিসি-র এক আধিকারিক জানান, আগামী সপ্তাহ থেকে স্কুলে গরমের ছুটি শুরু। এই সময়ে অনেকেই পাহাড়ে যেতে পছন্দ করেন। তাই কাশ্মীরের বিকল্প হিসেবে রাজ্যের পর্যটকদের সামনে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমকে তুলে ধরার চেষ্টা চলছে। সূত্রের খবর, কলকাতা থেকে উত্তরের সব ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে। বন্দেভারত, পদাতিক, দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা-সহ সবক’টিতেই অপেক্ষমাণ তালিকা ১০০-১৫০। কিছু ক্ষেত্রে তারও বেশি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

IRCTC Darjeeling Odisha

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy