Advertisement
E-Paper

বাজারে নয়া টিভি

টি টোয়েন্টি-র হাত ধরেই বাজারে ছক্কা হাঁকাতে চায় এ রাজ্যের বৈদ্যুতিন পণ্য তৈরির সংস্থা প্যানোরামা। সংস্থা-কর্তা বলরাম চৌধুরীর দাবি, নামমাত্র দামে ৩২ ইঞ্চির এলইডি টেলিভিশন তাঁর সংস্থাই প্রথম বাজারে আনল।

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ০৩:১৪

টি টোয়েন্টি-র হাত ধরেই বাজারে ছক্কা হাঁকাতে চায় এ রাজ্যের বৈদ্যুতিন পণ্য তৈরির সংস্থা প্যানোরামা। সংস্থা-কর্তা বলরাম চৌধুরীর দাবি, নামমাত্র দামে ৩২ ইঞ্চির এলইডি টেলিভিশন তাঁর সংস্থাই প্রথম বাজারে আনল। তিনি বলেন, ‘‘গ্রামাঞ্চলে সংস্থার উপস্থিতি জোরালো। এ বার এই টিভির দৌলতে বাজার আরও খুলবে।’’ ৩৫ বছরের পুরনো সংস্থা প্যানোরামার ই-কমার্স সাইট চালুর কথাও জানিয়েছেন কর্তৃপক্ষ। ৫০০ কোটি টাকার এই সংস্থা মূলত পশ্চিমবঙ্গ ও সিকিমে ব্যবসা করে।

panorama television
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy