সিম কার্ড উদ্বোধনের মুহূর্ত।— ফাইল চিত্র।
শুরুটা করেছিলেন এক জন যোগগুরু হিসেবে। তার পর সময় যত এগিয়েছে, চমক ততই বেড়েছে। যোগগুরু রামদেব এবং তাঁর সংস্থা পতঞ্জলির হাত ধরে বাজার ছেয়েছে একধিক নিত্য পণ্যে। এ বার টেলিকম শিল্পেও ঢুকে পড়ল পতঞ্জলি। বাজারে এল তাদের ‘স্বদেশি সমৃদ্ধি’ সিম কার্ড।
এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল, রিলায়্যান্স, টাটা-র পর এ বার স্বদেশি সমৃদ্ধি।
গত রবিবার নয়াদিল্লির এক অনুষ্ঠানে সিম কার্ডের উদ্ধোধন করেন রামদেব। বিএসএনএলয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই নয়া পদক্ষেপ বলে জানিয়েছেন যোগগুরু।
যদিও, এখনই আমজনতা এই নয়া সিম কার্ডের সুবিধা পাবেন না। যোগগুরুর ঘোষণা মতো, আপাতত পতঞ্জলির কর্মীরা এই সিম কার্ড ব্যবহার করতে পারবেন। তবে খুব শীঘ্রই আমজনতার নাগালেও এই সিম কার্ড চলে আসবে।
কেন এমন পদক্ষেপ?
যোগগুরুর দাবি, খুব কম টাকায় দেশের সাধারণ মানুষদের টেলিকম পরিষেবা দেওয়ার জন্যই এই উদ্যোগ।
আরও পড়ুন: আমজনতাকে আশ্বাস, চোখ বিশ্ব বাজারেই
কী কী সুবিধা পাবেন গ্রাহকরা?
রামদেবের দাবি, পুরোপুরি ভাবে ‘স্বদেশি সমৃদ্ধি’ প্রকল্প চালু হয়ে গেলে একাধিক সুবিধা পাবেন গ্রাহকরা। একই সঙ্গে, এই সিমকার্ড ব্যবহারকারীরা ‘পতঞ্জলি’র বিভিন্ন উৎপাদনের উপর ১০ শতাংশ ছাড়ও পাবেন ৷
আরও পড়ুন: হাতে ৪জি স্পেকট্রাম এখনও অমিলই
এ ছাড়াও ১৪৪ টাকা দিয়ে রিচার্জ করলে ২৮ দিনের জন্য সারা দেশে আনলিমিটেড কল করা যাবে ৷ পাওয়া যাবে ২জিবি ডেটা প্যাক। থাকছে ১০০টি এসএমএস-এর সুবিধেও৷ আর সবচেয়ে বড় চমক হল— এই সিম কার্ডের সঙ্গে দেওয়া হবে দুর্ঘটনা ও চিকিৎসা বিমা। জীবন বিমা হিসেবে ৫ লক্ষ টাকা এবং চিকিৎসা বিমা খাতে আড়াই লক্ষ টাকা কভারেজেরও সুবিধা থাকছে ৷
কোথা থেকে পাওয়া যাবে এই নয়া সিম?
সারা দেশে মোট পাঁচ লক্ষ কাউন্টার আছে বিএসএনএলের। সেই সব কাউন্টার থেকে পাওয়া যাবে ‘স্বদেশি সমৃদ্ধি’ সিম কার্ড। পতঞ্জলি ও বিএসএনএলের তরফ থেকে যৌথ ভাবে জানানো হয়েছে, দেশের স্বার্থেই এই নয়া পদক্ষেপ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy